7 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শিক্ষা ও তথ্য প্রযুক্তি / ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও শিক্ষকদের শিখতে হবে- প্রফেসর ধীমান কুমার চৌধুরী

ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও শিক্ষকদের শিখতে হবে- প্রফেসর ধীমান কুমার চৌধুরী

নিউজ ব্যাংক ২৪. নেট : ঢাকা বিশ্ব বিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, ব্যবসায় শিক্ষ অনুষদের চেয়াম্যান প্রফেসর ডা. ধীমান কুমার চৌধুরী বলেছেন, ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও শিখতে হবে, আমরা অনেকেই পরিচয় করিয়ে দেই ও আমার ছাত্র ছিল, এটা ঠিক না, এই ছাত্র বলে পরিচয় করিয়ে দেওয়া যাবে না, তাহলে ঐ ছাত্রের মাথা উপরে উঠবেনা।

রবিবার ৮ অক্টোবর সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন এই মন মানুষিকতা পরিবর্তন করতে হবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও শিক্ষকদের শিখতে হবে। আমি যে সব কিছু শিখাব এটা ঠিক না। ছাত্র-ছাত্রীদের স্বাধীনতা দিতে হবে, তানা হবে ঐ শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতা জাগবে না।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডা. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, পৃষ্ঠপোষক কমিটির সদস্য শিশির ঘোষ অমর, রাজিব আহমেদ, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের সহকারী অধ্যাপক উমর ফারুক, সাইদুর রহমান শুভ, আবু তালেব, আবু তাহের, শিক্ষক এবাদুল হক, মনিরুল ইসলাম, মোহাম্মদ ইউনুছ ও সোলাইমান হোসাইন প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক এইচ,এম, ফারুক। এসময় প্রক্তন কৃতি শিক্ষার্থী উমর ফারুক জুডিশিয়াল ম্যাজেস্টেট হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাকে কলেজের পক্ষথেকে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। প্রক্তন কৃতি শিক্ষার্থী শাহিন ভূইয়া বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালককে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন...

বাংলা ব্লকেড : সরকারকে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিউজ ব্যাংক ২৪. নেট : কোটা আন্দোলনের দাবি মেনে নিতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন …