15 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / ১শত ৫০টি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ

১শত ৫০টি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : করোনায় লকডাউন পরিস্থিতিতে কর্মহীন প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে ইসলামী আন্দোন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

বুধবার ১২ই মে ২০২০ইং সকাল ১০টায় নগর কার্যালয়ে নগরের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. নুর হোসেন ও সেক্রেটারি সুলতান মাহমুদ যুক্ত বিবৃতিতে বলেন, করোনায় লকডাউন পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। এমতাবস্থায় মানবিকভাবে আমাদের সকলকে অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। গত ০১ এপ্রিল ২০২০ইং থেকে শুরু করে বিভিন্ন সময়ে এ পর্যন্ত মোট ২৩৩২ পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা ইফতার ঈদ সামগ্রী বিতরণ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি সরকার সহ দেশের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি, প্রত্যেকে যার যার নিজস্ব পরিম-ল থেকে সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াই।

উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুহা. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি এম. শফিকুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পরিশেষে সভাপতি সকলকে করোনা ব্যাপারে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে মুনাজাতের মাধ্যমে বিতরণ কার্যক্রম শেষ করা হয়।

আরও পড়ুন...

নিখোঁজের ২১ দিনেও খোঁজ মেলেনি সুমাইয়ার ! 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শহীদনগর ডিয়ারা (ব্যাংক কলোনী) এলাকার  হাছিনা বেগমের …