21 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / ওয়ালটন প্লাজা নিতাইগঞ্জ কর্তৃক ডেঙ্গু প্রতিরোদ্ধে সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত

ওয়ালটন প্লাজা নিতাইগঞ্জ কর্তৃক ডেঙ্গু প্রতিরোদ্ধে সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট :  ‘মশার আবাসস্থল ধ্বংস করি- মশামুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ালটন প্লাজা নিতাইগঞ্জ শাখা কর্তৃক ডেঙ্গু প্রতিরোদ্ধে সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১ সেপ্টেম্বর বেলা ১১ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন সংলগ্ন সড়কে ডেঙ্গু প্রতিরোদ্ধে সচেতনতামূলক র‌্যালীটি অনুষ্ঠিত হয়।

ওয়ালটন প্লাজা নিতাইগঞ্জ শাখার সিনিয়র এ্যাডিশনাল এক্সিকিউটিভ ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোদ্ধে জনসচেতনামূলক র‌্যালীতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভারভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোঃ আনোয়ার হোসেন আনু, কার্যকরী সদস্য মোঃ শাহ জাহান প্রমুখ।

এছাড়া র‌্যালীতে আরও উপস্থিত ছিলেন, ওয়ালটন প্লাজার কোম্পানী স্টাফ মো. জাহাঙ্গীর খান, আব্দুস সালাম, মো. কামরুল ইসলাম, মো. সোহাগ শিকদার, আবির পাল।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ওয়ালটন প্লাজা নিতাইগঞ্জ শাখার সিনিয়র এ্যাডিশনাল এক্সিকিউটিভ ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম বলেন, আমাদের দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে ওয়ালটন কোম্পানী’র সিদ্ধান্ত ‘ক্রেতা তুমি আপনজন- ঘোর বিপদেও তোমার আমরা সাথি সারাক্ষণ’ এই লক্ষে আমরা সর্বদা সচেষ্ট ভাবে কাজ করছি। ডেঙ্গু প্রতিরোধে ওয়ালটন গ্রাহকদের আহবান জানাই, বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পুরাতন টায়ার, ডাবের খোসা বা ভাঙ্গা প্লাষ্টিকের পাত্রে জমে থাকা স্বচ্ছ পানি এডিস মশার জন্মস্থান। এই সমস্থ স্থানে জমে থাকা পানি প্রতি তিন দিনে একদিন অপসারণ করুন।দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের অভাস করুন। বিশেষ করে দিনের প্রথম প্রহরে ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই এই সময়ে অধিক সচেতনতা অবলম্বন করতে হবে।হাত-পা ও শরীরের খোলা অংশ ঢেকে রাখার জন্য যথাসম্ভব লম্বা/বড় জামা কাপড় পরিধান করুন। সমস্ত শরীর আবৃত থাকলে মশা কামড়ানোর ঝুঁকি কম থাকে। কাজের পরিবেশ পরিষ্কার এবং বিশৃঙ্খলামুক্ত রাখুন কারন অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে স্থানে মশা লুকিয়ে থাকে। নিয়মিত জলপ্ত্র পরিষ্কার এবং সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন করুন। পরিশেষে সরকারের পাশাপাশি সচেতন জনসাধারণ ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবান করা হয় ওয়ালটনের পক্ষ হতে।

আরও পড়ুন...

বন্দরে ১০ ঘন্টার ব্যবধানে নারী- পুরুষের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের বন্দরে ১০ ঘন্টার ব্যবধানে পৃথক দু’টি স্থান হতে নারী-পুরুষের দু’টি …