8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / গ্রামীণ শ্রমজীবীদের কাজ, খাদ্য, রেশনের দাবিতে সোনারগাঁ সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন অনুষ্ঠিত

গ্রামীণ শ্রমজীবীদের কাজ, খাদ্য, রেশনের দাবিতে সোনারগাঁ সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : গ্রামীণ শ্রমজীবীদের সারা বছর কাজ, খাদ্য, রেশনের দাবি, কৃষি উপকরণের দাম কমানো, কৃষি পণ্যের লাভজনক দাম নিশ্চিত করা সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার ৯  সেপ্টেম্বর ২০২৩ বিকাল  ৫ টায় মুগড়াপাড়া চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপজেলা আহ্ববায়ক বেলায়েত  হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্র্ট থানার সংগঠক আনোয়ার খান, জুলহাস মোল্লা।

নেতৃবৃন্দ বলেন, কৃষি, কৃষক ক্ষেতমজুর না বাঁচলে দেশ বাঁচবে না। অথচ এই সেক্টর সবসময় অবহেলিত থাকছে। বাজেটেও বরাদ্দ বাড়ছে না। কৃষি উপকরণের দাম দফায় দফায় বাড়ছে। কৃষি পণ্যের লাভজনক দাম কৃষক পাচ্ছে না। সবচেয়ে বেশি সংকটে পড়ছে গ্রামীণ শ্রমজীবী মানুষ। রোপা ধান বপন শেষ হওয়ার পর বর্তমানে গ্রামীণ ক্ষেতমজুর ও দিনমজুরের কোন কাজ নেই। একদিকে কাজ নেই, অন্যদিকে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির চাপে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাটাই দায় হয়ে গেছে। ফলে গ্রামীন শ্রমজীবীদের বাঁচাতে সারা বছর কাজের নিশ্চয়তা, আর্মি রেটে রেশনিং চালুসহ গ্রামীণ প্রকল্প গুলোর দুর্নীতি বন্ধ করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নয়। ফলে তার ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। আমরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাই।

আরও পড়ুন...

মহিলা পরিষদের কেন্দ্র পরিচালিত “জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট (১৪তম) কোর্স”- এর মাঠকর্ম অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে …