20 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / রূপগঞ্জের ইউপি চেয়ারম্যান হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

রূপগঞ্জের ইউপি চেয়ারম্যান হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের আলোচিত ইউপি চেয়ারম্যান হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী আবুল কালাম র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার হয়েছে।

র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গ্রেফতারকৃত আসামী আবুল কালাম (২৮) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মামলা নং-১৩(১১)২০০১, ধারা-৩০২/১১৪/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০, সেসন-৩৫৬/২০০৬ এর যাবজ্জীবন কারাদন্ড এবং ১,০০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬(ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী। গত ১৪/১১/২০০১ ইং তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাব উদ্দিন নৃশংসভাবে হত্যার শিকার হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায় যে, গত ১৪ নভেম্বর ২০০১ ইং তারিখে ঢাকা থেকে নিজ বাড়ি ফেরার পথে কায়েতপাড়া ইউপির তৎকালীন চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে গ্রেফতারকৃত আসামী আবুল কালাম (২৮) ও তার সহযোগীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এর পরদিনই নিহত আফতাব উদ্দিনের ছেলে সোহেল রানা বাদী হয়ে ১৭ (সতের) জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ মামলাটির তদন্ত শেষে এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত মামলার রায় গত ০৬/০৮/২০২৩ ইং তারিখ রোববার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শাম্মী আখতার ঘোষণা করেন। এতে আাসামী আবুল কালাম ও নুর মোহাম্মদ দ্বয়ের যাবজ্জীবন কারাদন্ড এবং ১,০০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ ও বাকী ১৫ জন এজাহারনামীয় বিবাদীদেরকে বেকসুর খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আবুল কালাম পলাতক ছিল।

নৃশংস এই হত্যাকান্ডে জড়িত যাবজ্জীবন কারাদন্ড এবং ১,০০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ, সদর কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী আবুল কালাম (২৮), পিতা-হাসান ভূঁইয়া, সাং-ইছাখালী, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ১৫/০৮/২০২৩ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার
রূপগঞ্জ থানাধীন দরিকান্দি ব্রীজ গাজী সেতু এলাকা হতে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

বান্দরবানের দুর্গম এলাকা থেকে ড্রোন-সিগন্যাল জ্যামার উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকা দোপানিছড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে বিজিবি। …