নিউজ ব্যাংক ২৪. নেট : নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতাকে স্মরণ করা হয়।
মঙ্গলবার ৮ আগষ্ট সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রশাসনের পক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলার ৪০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন ও ৪০ জন দুস্থ মানুষের হাতে ২ হাজার করে টাকা তুলে দেওয়া হয়।