8 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / চনপাড়ায় অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে আবারও দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ- ৪ জন গুলিবিদ্ধ আহত ১৫

চনপাড়ায় অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে আবারও দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ- ৪ জন গুলিবিদ্ধ আহত ১৫

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় মাদক কারবারসহ অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে আবারও দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ফলে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ হয়েছেন-চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আলমগীর হোসেন, হৃদয় খান, ইসমাইল ও ইলিয়াছ। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গতরাতে নারায়ণগঞ্জের চনপাড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া বাজারে ইউপি সদস্য শমসের বাহিনীর সঙ্গে প্রতিপক্ষ জয়নাল বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শমসের হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আলমগীরের বাম পায়ে, হৃদয়ের কোমরে, ইসমাইলের হাতে ও ইলিয়াসের পায়ে গুলি লাগে। পরে তাদেরকে রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। চনপাড়ার অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে ৩১ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা …