নিউজ ব্যাংক ২৪. নেট : ফেনীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে ছাত্রলীগ-যুবলীগও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন।
মঙ্গলবার ১৮ জুলাই বিকেল ৪টার দিকে বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা শেষ করে চলে যাওয়ার সময় শহরের ইসলামপুর রোডের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়।
এদিকে সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় মোহনা টিভি ও স্থানীয় দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমেদ নিলয় ও মুস্তাফিজ মুরাদ আহত হন। হামলাকারীরা শহরের বেশ কয়েকটি এলইডি, ফেনী প্রেসক্লাব ও গাড়ি ভাঙচুর করে। ককটেল বিস্ফোরণে শহর জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল দাবি করেন, ‘পুলিশের গুলি ও ছাত্রলীগ-যুবলীগের হামলায় আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তারা ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে পুলিশের সংঘর্ষের সময় ছাত্রলীগ-যুবলীগের কিছু কর্মী বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ছিল। আমাদের কোনো নেতাকর্মী বিএনপির পদযাত্রায় যায়নি। তারা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ায় জড়িয়ে পড়ে।’
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে বিএনপি শান্তিপূর্ণ পদযাত্রা করছিল। একপর্যায় পদযাত্রা শহরের ট্রাংক রোড হয়ে শহরের ইসলাম রোডে পৌঁছালে পদযাত্রার একটি অংশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। বিকেল সাড়ে ৫ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।