6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / বন্দরে পল্লীবন্ধু এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারভেজ পাপ্পুর উদ্যোগে দোয়া

বন্দরে পল্লীবন্ধু এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারভেজ পাপ্পুর উদ্যোগে দোয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দর একরামপুর ইস্পাহানি এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার ১৪ জুলাই বাদ জুম্মা বন্দর উপজেলা যুব সংহতির সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য পারভেজ পাপ্পুর আয়োজনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লা সানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক কাউন্সিলর আফজাল হোসেন,সহ-সভাপতি আজিজুর রহমান বাদল। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির আহবায়ক রিপন ভাওয়াল।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক শরিফ শাহ এর সভাপতিত্বে ও বন্দর উপজেলা যুব সংগতির আহবায়ক আশরাফুল ইসলাম রোমানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিক পার্টির নেতা মন্টু মিয়া,বন্দর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তোতা,সজিব,নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির নেতা ফরহাদউল্লাহ ফরহাদ,সৌরভ, কবির,কালু,জামির সহ প্রমুখ নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে প্রয়াত নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব নাসিম ওসমান সহ বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমানের জন্য দোয়া করা হয়।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …