21 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / জাগ্রত সংসদের সাংস্কৃতিক সম্পাদক রাহাদের পক্ষে ইফতার বিতরন

জাগ্রত সংসদের সাংস্কৃতিক সম্পাদক রাহাদের পক্ষে ইফতার বিতরন

নিউজ ব্যাংক ২৪ ডট নেট: নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের কমিটির সদস্য মাহিন আহমেদ রাহাদের ব্যাক্তিগত উদ্যোগে ১৫০ (একশত পঞ্চাশ) জনের ইফতার সামগ্রি বিতরন করা হয় এ সময় রাহাদের পাশে ছিলো এলাকার যবসমাজ। সকলে রাহাদের এই কাজে উৎসাহ প্রদান করেন।

রাহাদ বলেন আমি নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের কমিটির সদস্য হয়েছি মাত্র।  এর মধ্যেই বুঝতে পেরেছি সমাজ সেবা করার মধ্যে অন্যরকম শান্তি আছে। এর আগেও আমি আমার এলাকাবাসিকে নিয়ে ত্রান সামগ্রি এবং জীবানুনাশক স্প্রে করেছি এলাকায়। সকলের দোয়া ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …