নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সদস্যদের অংশগ্রহণে আহবায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার ৬ জুন সকাল ১১টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা শিল্পকলা একাডেমি’র আহবায়ক বি.এম. কুদরত-এ-খুদা’র সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাফর জিপু’র সঞ্চালনায় সভায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লা ও বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা।
একাডেমি’র অগ্রগতি নিয়ে আলোচনা করেন, একাডেমি’র সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,সহ-সভাপতি মোঃ ওবায়েদ উল্লাহ, সাইফুল্লাহ মাহমুদ টিটু, কার্যনির্বাহী সদস্য রোকসানা রহমান সামিয়া, শেখ তাফসির আহম্মেদ, নবাগত অন্যতম সদস্য পিয়ার আলী মাষ্টার, হেলেনা আক্তার ও ফরিদা ইয়াসমিন সুমনা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র অভিনয় প্রশিক্ষক আবু হানিফ মাসুম, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাবেক কার্যনির্বাহী সদস্য শাহী ইফাৎ জাহান মায়া, প্রবীণ সদস্য জিএম মাসুদ, সারোয়ার খান, মফিজুর রহমান মফিজ, নাজমা সুলতানা, মোঃ আশরাফ আলী, রইস মুকুল, মনসুর সাদেক আজাদ, বিমল চন্দ্র ঘোষ, আলাউদ্দিন মিন্টু প্রমুখ।
সভায় শিল্পকলা একাডেমি’র নতুন ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ, নিয়মিত ক্লাস চালু করাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।