নিউজ ব্যাংক ২৪. নেট : অবশেষে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়েছে।
গত রবিবার ২১ মে বিকাল ৪ টায় চাষাড়াস্থ হকার্স মার্কেট সংলগ্ন ময়দানে আয়োজিত সম্মেলনের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা দেয়া হয়।
কমিটিতে আঞ্জুমান আহাম্মেদ সিফাতকে সভাপতি, মোঃ হীরাকে সাধারণ সম্পাদক, মোঃ দুলালকে সাংগঠনিক সম্পাদক এবং মোঃ সনিকে প্রচার সম্পাদক ঘোষণা করে আগামী ৩ দিনের মধ্যে অবশিষ্ট সদস্যদের নাম অন্তর্ঃভূক্ত করে মহানগর বিএনপি’র সভাপতি-
সাধারণ সম্পাদকের কাছে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বন্দর থানা বিএনপি’র সদস্য সচিব নাজমুল হক রানা বলেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন গ্রহণযোগ্য নয়। এ সরকারকে ক্ষমাতাচ্যুত না করে ঘরে ফিরবোনা। সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে কেন্দ্র ঘোষিত কর্মসূচী বাস্তবায়ন করবো।
তিনি আরো বলেন, বর্তমান সময়ে জাতি এক আজব সংশয়ে দিনযাপন করছে। জনগণের ভোটবিহীন এ সরকারকে কোনভাবেই ক্ষমতায় থাকতে দেয়া যাবেনা। তারা জনগণের ভোটাধিকারসহ মৌলিক অধিকার হরণ করেছে। গুম,খুন ও হয়রানিসহ দেশের মানুষের মনে অশান্তি সৃষ্টি করে নৈরাজ্য কায়েম করছে। এ থেকে আমাদেরকে যে কোন মূল্যে উত্তরণ হতে হবে। সম্মেলনে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড.শাখাওয়াত হোসেন খান। সভাপতিত্বে করেন ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হারুন শেখ।