6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / জাতি এক আজব সংশয়ে দিন যাপন করছে- রানা

জাতি এক আজব সংশয়ে দিন যাপন করছে- রানা

নিউজ ব্যাংক ২৪. নেট : অবশেষে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়েছে।

গত রবিবার ২১ মে বিকাল ৪ টায় চাষাড়াস্থ হকার্স মার্কেট সংলগ্ন ময়দানে আয়োজিত সম্মেলনের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা দেয়া হয়।

কমিটিতে আঞ্জুমান আহাম্মেদ সিফাতকে সভাপতি, মোঃ হীরাকে সাধারণ সম্পাদক, মোঃ দুলালকে সাংগঠনিক সম্পাদক এবং মোঃ সনিকে প্রচার সম্পাদক ঘোষণা করে আগামী ৩ দিনের মধ্যে অবশিষ্ট সদস্যদের নাম অন্তর্ঃভূক্ত করে মহানগর বিএনপি’র সভাপতি-
সাধারণ সম্পাদকের কাছে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বন্দর থানা বিএনপি’র সদস্য সচিব নাজমুল হক রানা বলেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন গ্রহণযোগ্য নয়। এ সরকারকে ক্ষমাতাচ্যুত না করে ঘরে ফিরবোনা। সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে কেন্দ্র ঘোষিত কর্মসূচী বাস্তবায়ন করবো।

তিনি আরো বলেন, বর্তমান সময়ে জাতি এক আজব সংশয়ে দিনযাপন করছে। জনগণের ভোটবিহীন এ সরকারকে কোনভাবেই ক্ষমতায় থাকতে দেয়া যাবেনা। তারা জনগণের ভোটাধিকারসহ মৌলিক অধিকার হরণ করেছে। গুম,খুন ও হয়রানিসহ দেশের মানুষের মনে অশান্তি সৃষ্টি করে নৈরাজ্য কায়েম করছে। এ থেকে আমাদেরকে যে কোন মূল্যে উত্তরণ হতে হবে। সম্মেলনে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড.শাখাওয়াত হোসেন খান। সভাপতিত্বে করেন ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হারুন শেখ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …