নিউজ ব্যাংক ২৪. নেট : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল কর্তৃক গত ১৪ মে ২০২৩ খ্রিষ্টাব্দে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পুরিন্দা বাজার এলাকা হতে মাদক মামলায় দীর্ঘদিন যাবত পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী জামির আহমেদ (৩৫), পিতা- হাজী আহমেদ সওদাগর’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী জামির আহমেদ (৩৫) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পুরিন্দা এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামী জামির আহমেদ (৩৫) ২০২১ সালের নভেম্বর মাসে সোনারগাঁ থানাধীন জামপুর এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ৩৭ বোতল ফেনসিডিলসহ সোনারগাঁ থানা পুলিশের কাছে হাতে-নাতে গ্রেফতার হয়। পরবর্তীতে সোনারগাঁ থানায় আসামী জামির আহমেদ (৩৫) এর বিরূদ্ধে ১টি মাদক মামলা দায়ের করা হয়, যার মামলা নং-০২(১১)২১। মামলা দায়েরের পর আসামী জামির আহমেদ (৩৫) জামিন নিয়ে পলাতক হয়। র্দীঘ দিন যাবত সে দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল।
এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী জামির আহমেদ (৩৫)’কে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর হতে আত্মগোপনে থাকা আসামী জামির আহমেদ (৩৫)’কে নিজস্ব গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।