নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন গোগনগর ইউনিয়নের বাড়িরটেক এলাকায় ২০ লাখ টাকা চাঁদার দাবিতে পূর্ব পরিকল্পিত ভাবে চিহ্নিত সন্ত্রাসী সোহেল বাহিনীর হামলায় মনির হোসেন নামের এক সাপ্তাহিক হাট ইজারাদার ব্যবসায়ীকে গুরুত্বর রক্তাক্ত আহত সহ প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ১০ মে দিবাগত রাত আনুমানিক ৯ টা ৫০ মিনিট সময় গোগনগর ইউনিয়নের বাড়িরটেক এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল গ্রুপ কর্তৃক এই হামলার ঘটনা ঘটে।
হামলার বিষয়ে আহত ব্যবসায়ী মনির হোসেন জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন গোগনগর ইউনিয়নের বাড়িরটেক এলাকায় চিহ্নিত সন্ত্রাসী সোহেল বাহিনী এলাকায় আদিপত্য বিস্তারসহ চাঁদাবাজী, মাদক ব্যবসা মত রাষ্ট্র ও সমাজ বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত। সে সম্প্রতি আমার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করি। এরই জেরে আজ আমার শিশু কন্যা কোলে থাকা অবস্থায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মাদক ব্যবসায়ী সোহেল (৩৫) পিতা- সামাদ সরদার, শাহ জাহান (৩৫) ও শামীম (৩৮) উভয় পিতা- মৃত মনছুর সরদার, জেরিন (১৭) পিতা- আসলাম মোল্লা, সোহান পিতা- আমির মিয়া, ইসমাইল পিতা- ইউসুফ মোল্লা, সাহাবউদ্দিন পিতা- জমির সহ অজ্ঞাত ১০-১৫ জন সন্ত্রাসী অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, দা, চাকু, লাঠি নিয়ে অতর্কিত হামলা করে হত্যার উদ্দেশ্যে।
হামলার পর স্থানীয়দের উপস্থিতি বৃদ্ধি হলে সন্ত্রাসীরা আহত ব্যবসায়ী মনির হোসেনকে ফেলে রেখে পালিয়ে যায়। এর পর স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত আহত মনির হোসেনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ। হামলার বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে জানান আহত ব্যবসায়ী মনির হোসেনের পরিবারের সদস্যরা। হামলার ঘটনা জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানান বাড়িরটেক এলাকা জনগন ও আহতের পরিবার।