নিউজ ব্যাংক ২৪. নেট : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল কর্তৃক বৃহস্পতিবার ৪ মে ২০২৩ খ্রিঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ, ঈশাখা রোড এলাকা হতে মাদক মামলায় দীর্ঘ ১৭ বছর যাবত পলাতক ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সুমন (৪২), পিতা- মফিজ উদ্দিন ’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সুমন (৪২) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামী সুমন (৪২) ২০০৬ সালের আগষ্ট মাসে পঞ্চবটি এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় ফতুল্লা থানা পুলিশের কাছে হাতে-নাতে গ্রেফতার হয়। পরবর্তীতে ফতুল্লা থানায় আসামী সুমন (৪২) এর বিরূদ্ধে ০১টি মাদক মামলা দায়ের করা হয়, যার মামলা নং-৯৮(০৮)০৬। মামলা দায়েরের পর আসামী সুমন (৪২) জামিন নিয়ে পলাতক হয়। র্দীঘ ১৭ বছর যাবত সে দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল। এছাড়াও আসামী সুমন (৪২) এর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা যায়। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ২৫/০৭/২০২২ খ্রিঃ গ্রেফতারকৃত আসামী সুমন (৪২)’কে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর হতে আত্মগোপনে থাকা আসামী সুমন (৪২)’কে নিজস্ব গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।