নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
র্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গ্রেফতারকৃত আসামীদের সাথে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি-জমা সংক্রান্ত বিষয়ে ভিকটিমের পূর্ব হইতে বিরোধ ছিল। জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে গত ইং ০৩/০৪/২০২৩ তারিখ সকালে গ্রেফতারকৃত আসামীরা ভিকটিম এর মেয়েকে মারধর করে এবং দুপুরে ভিকটিম মসজিদে যাওয়ার সময় রাস্তায় প্রতিরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। গুরুতর আঘাতপ্রাপ্ত ভিকটিমকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি নিয়মিত হত্যা মামলা করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-১১, সদর কোম্পানি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে নৃশংস এই হত্যার সাথে জড়িত পলাতক আসমী ১। আবু সায়েম (৪২), পিতা-মৃত আতাউর রহমান, ২। সাথী
বেগম (৩৫), স্বামী- আবু সায়েম, উভয় সাং-নয়নাবাদ, পোঃ নয়নাবাদ, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জদ্বয়’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ১০/০৪/২০২৩ ইং তারিখ ১২টা ৪০ মিনিট ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাজীরগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামীদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য অফিসার ইনচার্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।