4 Poush 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / ধর্মীয় অনুষ্ঠান / প্রয়াত আ’লীগ নেতা জামির আহমেদ জমু’র ২৩ তম মৃত্যু বার্ষিকী পালনসহ  ২০ মসজিদে দোয়া

প্রয়াত আ’লীগ নেতা জামির আহমেদ জমু’র ২৩ তম মৃত্যু বার্ষিকী পালনসহ  ২০ মসজিদে দোয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি, চিশতিয়া তরিকার সংগঠক প্রয়াত জামির আহমেদ জমু’র ২৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় নানা কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার ২৯ জানুয়ারী  সকাল থেকে কোরআন খতম, ফাতেহা পাঠ, ২০টি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে তার পরিবার।
জামির আহমেদ জমু নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি’র দায়িত্ব পালনের পাশাপাশি চিশতিয়া তরীকার সংগঠক, হযরত মিন্নত আলী শাহ্ চিশতী (রঃ) মাজার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, দেওভোগ বাইতুন নূর জামে মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা  সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী ছিলেন।
রবিবার বাদ ফজর কোরআনখানি, মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পন, ফাতেয়া পাঠ ও বাদ জোহর হযরত মিন্নত আলী শাহ্ চিশতি (রহঃ) এর মাজার মসজিদে মিলাদ মাহফিল ও মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করা করে নেওয়াজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিথ ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, হযরত মিন্নত আলী শাহ্ চিশতি (রহঃ) মাজার মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সহিদুল্লাহ, বাবুরাইল আজমীরী গলি খাঁজা মইনুদ্দিন চিশতী (রহঃ) ওরশ কমিটির সহ সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, নাজিমউল্লাহ, মরহুম জামির আহমেদ জমু’র জেষ্ঠ্য পুত্র গোলাম মোস্তফা চঞ্চল ও কনিষ্ঠ পুত্র গোলাম সারোয়ার শুভ, সঞ্চয় রহমান সহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ তরিকতের পীর ভাইয়েরা এসময় মিলাদ মাহফিলে অংশগ্রহন করেন।
এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বাদ আসর মিলাদ মাহফিল ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ২০ টি মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। মসজিদগুলো হলো- ১) দেওভোগ বড় জামে মসজিদ (শুকুর কারী মসজদি, ২) বায়তুল শরীফ জামে মসজিদ, ৩) সাকিম আলী জামে মসজিদ, ৪) পানির ট্যাংকি জামে মসজিদ, ৫) পশ্চিম দেওভোগ বাইতুন নূর জামে মসজিদ, ৬) ছনখোলা জামে মসজিদ, ৭) বেপারীপাড়া জামে মসজিদ , ৮) ২নং বাবুরাইল আমে মসজিদ, ৯) ১নং বাবুরাইল জামে মসজিদ, ১০) জন্মারপাড় জামে মসজিদ, ১১) পাকা রোড খানকা জামে মসজিদ, ১২) পাইকপাড়া জামে মসজিদ, ১৩) নয়াপাড়া জামে মসজিদ, ১৪) ফকিরটোলা জামে মসজিদ, ১৫) গলাচিপা জামে মসজিদ, ১৬) নন্দীপাড়া জামে মসজিদ, ১৭) মাসদাইর কবরস্থান জামে মসজিদ, ১৮) বাজাইনাপাড়া জামে মসজিদ, ১৯) জামির মার্কেট জামে মসজিদ, ২০) সিটি কর্পোরেশন জামে মসজিদে বিশেষ দোয়া কামনা করা হয়।
মরহুমের জেষ্ঠ্য পুত্র গোলাম মোস্তফা চঞ্চল ও কনিষ্ঠ পুত্র গোলাম সারোয়ার শুভ সকল পীরভাই , ভক্তবৃন্দ, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি তাঁর পিতার বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া প্রার্থনা করে সকলের প্রতি অনুরোধ জানিয়ছেন।

আরও পড়ুন...

না’গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে জগন্নাথ দেবের রথযত্রা উদযাপিত 

নিউজ ব্যাংক ২৪. নেট : সারা বিশ্বের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী …