9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খেলাধুলা / শুধু দাবায় নয়,গোটা ক্রীড়াঙ্গনেই না’গঞ্জের ভূমিকা অনস্বীকার্য – এনায়েত হোসেন

শুধু দাবায় নয়,গোটা ক্রীড়াঙ্গনেই না’গঞ্জের ভূমিকা অনস্বীকার্য – এনায়েত হোসেন

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন চেস এসোসিয়েশন অব বাংলাদেশ(এসিপিবি) নির্বাচনে এনায়েত আসাদ-শাওন পরিষদ’র সভাপতি প্রার্থী এনায়েত হোসেন বলেছেন, খেলোয়ারদের স্বার্থ সংরক্ষনে আমরা কাজ করতে চাই। আপনাদের মান্ডেট পেলে দাবার অগ্রগতি নিয়ে অনেক কিছুই করার ইচ্ছে আমাদের রয়েছে এখন প্রয়োজন শুধু আপনাদের সমর্থন।

শুক্রবার ২০জানুয়ারী  বেলা ২টায় নারায়ণগঞ্জ শহরের ড্রিংক এন্ড ডাইন চাইনীজ রেষ্টুরেন্টে আয়োজিত নির্বাচনী সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এনায়েত হোসেন আরো বলেন, আমরা নির্বাচিত হলে গুণগত পরিবর্তণ দেখতে পাবেন। এটা আইওয়াশ না যেটা বলবো কার্যতঃ সেটাই করার চেষ্টা করবো। শুধু দাবায় নয় গোটা ক্রীড়াঙ্গনেই নারায়ণগঞ্জের ভূমিকা অনস্বীকার্য। না বললেই নয়, নারায়ণগঞ্জ এমনই একটি জেলা যে জেলায় গ্রান্ডমাষ্টার রয়েছে, মহিলা আন্তজার্তিক মাষ্টার রয়েছে অসংখ্য আন্তজার্তিক মানের খেলোয়ার রয়েছে যেটা অন্য জেলায় নেই। কাজেই নারায়ণগঞ্জকে একটু আলাদাভাবেই হিসেব করতে হবে।

এতে বক্তব্য রাখেন প্যানেলের সহ-সভাপতি প্রার্থী মোঃ আসাদুজ্জামান,সাধারণ সম্পাদক প্রার্থী শওকত বিন ওসমান শাওন, যুগ্ম সম্পাদক প্রার্থী বদরুল আলম, মোহাম্মদ রাহী মাসুম, সদস্য প্রার্থী নাসিরউদ্দিন অপু ও রিয়াসাত-ই-নূর।

নারায়ণগঞ্জ জেলার খেলোয়ারদের পক্ষে বক্তব্য রাখেন আন্তজার্তিক রেটেড খেলোয়ার সাব্বির আহমেদ সেন্টু, তৌহিদুল ইসলাম
শিলু, এমদাদুল কবীর চৌধূরী রাজু।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেটেড খেলোয়ার মোঃ সানাউল্লাহ, মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

আরও পড়ুন...

রানারআপ রাশেদ ও তৃতীয় সৃজন চাকমা জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’

নিউজ ব্যাংক ২৪. নেট : চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলায় এবারের শিরোপা জিতেছেন নবাগত শরীফ। …