নিউজ ব্যাংক ২৪. নেট : বিএনপি ঘোষিত ১০ দফা দাবি,বিদ্যুতের মূল্য কমানো ও দেশনেত্রী বেগম খালেদা জিয়সহ সকল রাজবন্দিরদের মুক্তির দাবিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ( ১৬ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম ও নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সহ-অর্থ সম্পাদক আব্দুল আল- মামুন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জের মিজমিজি ২নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল, ১নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি রওশন আলী, আবুল হোসেন, ২নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ১নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, ১০নং ওর্য়াড বিএনপি নেতা আনিছ সিকদার, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মহিউদ্দিন সিকদার, মোক্তার হোসেন, জাসিম উদ্দিন, দোলাল হোসেন, ইউছুফ আলী, যুবদল নেতামাহাবুব, বিএনপি নেতা মাসুম, সালাম ও কামরুল ইসলাম প্রমূখ।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন কেন্দ্রীয় ঘোষিত যে কোন কর্মসূচি আমরা ঐক্যবদ্ধ ভাবে পালন করব ।