7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / মানসিক ভারসাম্যহীন নূর হোসেন নিখোঁজ ! সন্ধান চায় পরিবার

মানসিক ভারসাম্যহীন নূর হোসেন নিখোঁজ ! সন্ধান চায় পরিবার

 নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ শহরের ২ নং বাবুরাইল এলাকার বাসিন্দা মোঃ নূর হোসেন (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি নিখোঁজ হয়েছে।
সে বাবুরাইল এলাকার মরহুম শাহাবুদ্দিন মিয়ার ছেলে। গত ৮ অক্টোবর শনিবার থেকে মোঃ নূর হোসেন হারিয়ে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় নিখোঁজ নূর হোসেনের ভাই ফয়সাল আহমেদ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় সাধারন ডাইরী করেছে । যার জিডি নং ৬৮৮/১৪-১০-২০২২।
নূর হোসেন হারানোর সময় তার পরনে ছিল সাদা ও নীল কালারের গেঞ্জী এবং জিন্স পেন্ট। যদি কোন হৃদয়বান ব্যাক্তি তাকে পেয়ে থাকেন অথবা চলার পথে দেখা দেখা হয় তাহলে ০১৭১৬৭৫৮৩০৭, ০১৬৭৪৭১১৪২০ এই নাম্বারে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনূরোধ করেছে তার পরিবার।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …