নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন সৈয়দপুর আলামিন নগর এলাকায় ২ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী ১। মোঃ আনোয়ার হোসেন (২৬), পিতা- মোঃ কাজল শেখ, মাতা- মোছাঃ আমিরুন নেছা, স্থায়ী সাং-চরড়া, গোবরা, রাঘনাথচর, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, এ/পি–খোরশেদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, ০১নং গলি, জিএমসি সৈয়দপুর আলামিন নগর, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ মাসুদ (২৫), পিতা- মোঃ নিজাম মিয়া, মাতা- মাসুদা বেগম, স্থায়ী সাং-সৈয়দপুর আলামিন নগর, বাক্কার গলি, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জদের’কে অবৈধ মাদকদ্রব্য ৪৬ কেজি গাঁজা ও ০২ বোতল মদ উদ্ধারসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।