27 Falgun 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিভিন্ন দাবী তে সমাবেশ এবং বি.কে.এম.ই.এ-তে স্বারকলিপি পেশ

গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিভিন্ন দাবী তে সমাবেশ এবং বি.কে.এম.ই.এ-তে স্বারকলিপি পেশ

নিউজ ব্যাংক ২৪. নেট : গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরী  ২৫ হাজার টাকা ঘোষনা সহ ৭ দফা দাবীতে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে সমাবেশ এবং বিকেএমইএ তে স্বারকলিপি পেশ করা হয়।
মঙ্গলবার ৮ নভেম্বর বিকালে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়কশ্রমিক নেতা শহিদুল ইসলাম সবুজের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইল, ও এস.কে. গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোঃ ইয়াসিন, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কার্যকরী সভাপতি শামীম ইমাম, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সাধারন সম্পাদক রাজু আহমেদ, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতির সভাপতি, মাহমুদ হোসেন, জাতীয় সোয়েটার গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশানের সভাপতি ফয়েজ হোসেন, বিপ্লবী গার্মেন্টস  শ্রমিক সংহতির সহ- সাধারণ সম্পাদক অঞ্জন দাস, সাইফুল ইসলাম, এফ.এম. আবু সাঈদ প্রমুখ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক জাগরন মঞ্চের সভাপতি জাহাঙ্গীর আলম গোলক।
সমাবেশে বক্তাগন বলেন, বাজারে যে হারে দব্র্যমুল্যের উর্ধ্বগতি হয়েছে সে বিবেচনায় শ্রমিকদের মজুরী বৃদ্ধি আজ সময়ের দাবী মাত্র। মজুরী বৃদ্ধি করা ছাড়া কোনভাবেই শ্রমিকরা আর বাঁচতে পারবে না। শ্রমিক নেতৃবৃন্দ জোড় দাবী করে বলেন বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে ২৫ হাজার টাকার কম মজুরী কোন ভাবেই শ্রমিকের জন্য কল্যানময় নয়। নেতৃবৃন্দ মজুরী বৃদ্ধির আগ পর্যন্ত ৬০% মহার্ঘ্য ভাতার দাবীও করেন।
বক্তাগন অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যুনতম মজুরী ২৫ হাজার টাকা ঘোষনা, মজুরী বোর্ড গঠন, স্বল্পমূল্যে সকল শ্রমিকদের জন্য পুর্নাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, আবাসন সংকট নিরসনে আবাসন ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবীতে  আন্দোলনের মাঠে সকল গার্মেন্টস শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সমাবেশে অধিকার আন্দোলনের কেন্দ্রিয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল বি.কে.এম.ই.এ কর্তৃপক্ষের নিকট শ্রমিকদের ৭ দফা দাবী সম্বলিত একটি স্বারক লিপি পেশ করেন।

আরও পড়ুন...

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলে পক্ষে হোসিয়ারী দোকান মালিক ও ভোটারদের ব্যাপক প্রচার-প্রচারনা

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন উপলক্ষে বদু প্যানেলের পক্ষে হোসিয়ারী দোকান মালিক …