নিউজ ব্যাংক ২৪ ডট নেট : করোনা পরিস্থিতিতে শ্রমজীবী দরিদ্র মানুষের মাঝে বাসদ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে বুধবার ১লা এপ্রিল বেলা ১১ টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
বাসদ পাগলা আঞ্চলিক কার্যালয় থেকে হতদরিদ্র রি-রোলিং শ্রমিকদের খাদ্যদ্রব্য দেয়া হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও বাসদ পাগলা আঞ্চলিক শাখার সমন্বয়ক এস এম কাদির, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট পাগলা আঞ্চলিক শাখার সভাপতি গোলাম মোস্তফা।
আগামীকাল ফতুল্লা রেলস্টেশন এলাকায় বাসদের খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রম চলবে।