নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেযাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, জঙ্গিবাদ, মাদক সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ-এর একটি আভিযানিক দল বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পূর্ব কলাবাগ এলাকায় ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুই জন পথচারী নারী ভিকটিমের নিকট হতে স্বর্নালংকার ছিনতাই করার সময় ১ জন ছিনতাইকারী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারী হলো নারায়ণগঞ্জ সদর থানাধীন ভুইঘর এলাকার মোঃ ফজলুল হকের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৫০)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ইসমাইল হোসেন একজন পেশাদার ছিনতাইকারী। দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় বিভিন্ন সহজ-সরল, সাধারণ জনগনকে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ছিনতাই কার্যক্রম মকরে আসছে। ছিনতাই বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।