নিউজ ব্যাংক ২৪. নেট : আদমজী ইপিজেডে অবস্থিত বেকা র্গামেন্টস শ্রমিক র্কমচারীরা ৩ মাসের বকেয়া বেতন (ফেব্রুয়ারী, র্মাচ, এপ্রিল) , ঈদুল ফিতরের বোনাস সহ আইনানুগ সকল প্রাপ্য পাওনা পরিশোধের দাবিতে শুক্রবার ১২ আগষ্ট ২০২২ সকাল সাড়ে ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ করে। কারখানার শ্রমিক আঃ আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন র্গামেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, র্গামেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার উপদেষ্টা সামিউল হক, রূপগঞ্জ থানার সভাপতি সোহেল, কাঁচপুর
শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান, গাবতলি পুলিশ লাইন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, র্গামেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার দপ্তর সম্পাদক কামাল পারভেজ মিঠু, কারখানার শ্রমিক ফরিদ, মিরাজ, নুরজাহান, বিউটি প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, এই কারখানার মালিক র্কতৃপক্ষ গত ২০২২ এপ্রিলের ২১ তারিখে বেপজা আইন বর্হিভূত
(বেআইনি ভাবে) শ্রমিক- র্কমচারীদের ৩ মাসের বকেয়া বেতন ঈদ বোনাস পরিশোধ না করে কারখানা বন্ধ করে। শ্রমিক র্কমচারীরা বকেয়া পাওনাদি আদায়ের জন্য বিক্ষোভ সমাবেশ ও শিমরাইল সড়কে মিছিল করে। আদমজী বেপজা র্কতৃপক্ষ ও সরকারের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মিলে শ্রমিকদের উপর অর্তকিত র্ববরোচিত হামলা করে। হামলায় প্রায় ৪০-৫০ জন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকেরা সংকট নিরসনের জন্য মালিক র্কতৃপক্ষ, আদমজী ইপিজেড র্কতৃপক্ষ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার, শিল্প পুলিশ সুপার, মালিক সংগঠন বিকেএমইএ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি, মাননীয়
প্রধানমন্ত্রী ও মাননীয় শ্রম প্রতিমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেন। তারপর শ্রমিক র্কমচারীরা নিয়ম মেনে গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেছে সংকট নিরসনের জন্য, ডিসি সাহেব শ্রমিক র্কমচারীদের সংকট সমাধান করতে না পেরে ২৭৮ জন শ্রমিককে নামমাত্র ঈদ সামগ্রী দেওয়ার ব্যবস্হা করে এবং বলেছিলো ঈদ পরর্বতীতে দ্রুত শ্রমিকদের বকেয়া পাওনাদি পাইয়ে দিতে ব্যবস্হা গ্রহণ করবে। কিন্তুশ্রমিক- র্কমচারীরা ঈদুল ফিতরের আগে বকেয়া পাওনাদি না পাওয়ায় ৩ মে ২০২২ ঈদের দিনে অনশন র্কমসূচি পালন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে। অনশনে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয়, জেলা নেতৃবৃন্দগণ ( স্কপ,জি- স্কপ,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক র্কমচারী সংগ্রাম পরিষদ, বাসদ, সামাজিক, সাংস্কৃতিক জোটের অংশ গ্রহণ ছিলো) , অনশন র্কমসূচি থেকে ঘোষণা হয় ১০ মে ২০২২ ঢাকা বেপজা চেয়ারম্যান র্কাযালয় অভিমুখে মিছিল ও স্মারকলিপি প্রদান করা হবে। শ্রমিক – র্কমচারীরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও র্গামেন্টস শ্রমিক ফ্রন্ট এর নেতৃবৃন্দদের সাথে নিয়ে বেপজা র্নিবাহী চেয়ারম্যানের নিকট আলোচনা সভা হয়, সভায় র্নিবাহী চেয়ারম্যান বলেন কারখানা র্টামিনেট করেছি, অচিরেই কারখানা নিলাম /বিক্রি করে শ্রমিক- র্কমচারীদের বকেয়া প্রাপ্য পাওনা পরিশোধের ব্যবস্হা করবে। শ্রমিক র্কমচারীরা বেপজার র্নিবাহী চেয়ারম্যানের বক্তব্যে আশ্বাস পেয়ে ১ মাস আন্দোলন সংগ্রাম করে নাই।
পরর্বতীতে যখন শ্রমিক র্কমচারীরা বকেয়া পাওনাদি না পাওয়ায় আবারও আন্দোলন সংগ্রাম করে। আদমজী ইপিজেড র্কতৃপক্ষ আন্দোলনের চাপে পরে কারখানার (নিলাম) বিক্রি প্রজ্ঞাপন পত্রিকায় দেয় ও শ্রমিকদের মাঝে প্রজ্ঞাপন ও বিজ্ঞাপনের খবর কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই খবর প্রকাশিত কপি দেয়। ২৬ জুলাই ২০২২ তারিখে কারখানা নিলাম হয়েছে। গত ৩১ জুলাই ২০২২ তারিখে কারখানার শ্রমিক – র্কমচারীদের একটি প্রতিনিধি দল এইপিজেড জিএম আহসান কবিরের সাথে আলোচনা সভা করে, বেপজা র্কতৃপক্ষ শ্রমিক র্কমচারীদের বকেয়া পাওনাদি অচিরেই পরিশোধে র্ব্যথ হয়ে বিভিন্ন রকম তারিখ ঘোষণা করে এবং উল্টো পাল্টা বুঝ পরার্মশ দেয়,আবার বলেন কারখানা ৫ কোটি ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে, কারখানার উচ্চ র্পযায়ের র্কমর্কতারা বলেন ৩৪ কোটি টাকায় বিক্রি হয়েছে। তাহলে শ্রমিক – র্কমচারীরা কেন এখনও কারখানা বিক্রি হলে ৩ মাসের বকেয়া বেতন, ঈদুল ফিতরের বোনাস সহ আইনানুগ সকল পাওনাদি
পরিশোধ করা হয় নাই? নেতৃবৃন্দ আরও বলেন : কুনতং র্গামেন্টস শ্রমিকূদের বকেয়া ৬৪% পাওনাদি গত ২ বছর যাব পরিশোধ করা হয়নাই। অবিলম্বে বেকা র্গামেন্টস শ্রমিক র্কমচারীদের বকেয়া পাওনাদি অচিরেই পরিশোধ করার আহবান জানান, নতুবা আন্দোলন সংগ্রাম আরও কঠিন কঠোর র্কমসূচি পালন করা হবে। শ্রমিক র্কমচারীরা র্ধৈয্যশীল, গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ম মেনে আন্দোলন সংগ্রাম করছে।