8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / গণবিচ্ছিন্ন আওয়ামী সরকার আবার ক্ষমতায় আসতে ফন্দিফিকির করছে- কমরেড খালেকুজ্জামান

গণবিচ্ছিন্ন আওয়ামী সরকার আবার ক্ষমতায় আসতে ফন্দিফিকির করছে- কমরেড খালেকুজ্জামান

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার ২২ জুলাই’ ২২ বিকাল ৫টা ৩০ মিনিট ঘটিকায় আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে ‘ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’ বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান, বাসদের কেন্দ্রীয় সহকারী সাধারণ
সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ
প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুদ্দিন সবুজ, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন মন্টু, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, বিপ্লবী ওয়াকার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন, প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা।


কমরেড খালেকুজ্জামান বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশে চরম ফ্যাসীবাদী শাসন কায়েম করেছে।
বিরোধী মত দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন চালু করেছে। নির্বাচন কমিশন, দুদকসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। একবার বিনা ভোটে আরেকবার রাতের ভোটে ক্ষমতায় এসে গণবিরোধী শাসন কায়েম করেছে। বর্তমানে আবার ক্ষমতায় আসতে ফন্দিফিকির শুরু করেছে।

কমরেড খালেকুজ্জামান আরো বলেন, বাজারে নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে। বাজার সিন্ডিকেট

নিয়ন্ত্রনে সরকার সম্পূর্ণ ব্যর্থ। মানুষের ব্যয় অনেক বেড়ে যাওয়ায় সাধারণ শ্রমজীবি মানুষ খাবার
কমিয়ে দিয়েছে। এর মাঝে গ্যাস, বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে বারে বারে। সরকারের উন্নয়নের
ডামাডোলের নিচে চাপা পড়ে আছে অসংখ্য অসহায় মানুষের কান্না। সরকারের ভুলনীতি ও দুর্নীতির
ফলে আজ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। সরকার নিজেই লোডশেডিং এর ঘোষণা দিচ্ছে।
কমরেড খালেকুজ্জামান আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। ূএই
সরকারের আমলে হিন্দু, বৌদ্ধ, আদিবাসী কেউ নিরাপদ নয়। নড়াইলে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ
দিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর , উপাসনালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। রামু,
নাসিরনগর, কুমিল্লা, রংপুরসহ অতীতের ঘটনাগুলোর বিচার হলে নড়াইলের ঘটনা ঘটতো না। এইসব
সাম্প্রদায়িক ঘটনার সময় প্রশাসন, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ সরকার দর্শকের ভূমিকা পালন করে
আসছে। স্বাধীনতার ৫১ বছর ধরে সব সরকারের পৃষ্ঠপোষকতার মৌলবাদী শক্তি বিষবৃক্ষে পরিণত হয়েছে।
বর্তমান সরকার হেফাজতের পরামর্শে পাঠ্যপুস্তক থেকে প্রথিতযশা লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে।
অন্যান্য নেতৃবৃন্দ সরকারের দুর্নীতি, দলীয়করণ, খুন, ধর্ষণ, বিচারবহির্ভুত হত্যাকান্ড, দমন পীড়নের
বিরুদ্ধে রাজপথে আন্দোলন জোরদার করতে জনগনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আরও পড়ুন...

বৈষম্যমূলক শ্রম নীতি’র কারনে শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না- মুফতী মাসুম বিল্লাহ 

নিউজ ব্যাংক ২৪. নেট :  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি জননেতা মুফতী মুহাম্মদ মাসুম …