8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / না’গঞ্জে ৬০ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

না’গঞ্জে ৬০ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ২ জুলাই ২০২২ তারিখে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রাস্তার উপর একটি পিকআপ যোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ জহির (৩২), পিতা-কবির আহম্মেদ, মাতা-খায়রুননেছা, সাং-মটবী, ১১নং ওয়ার্ড, থানা ও জেলা-ফেনী এবং ২। মোঃ আব্দুল আহমেদ আকাশ (৩৭), পিতা-মৃত আব্দুল বারেক, মাতা-ফিরোজা বেগম, সাং-মাদবপুর, থানা-বুড়িচং, জেলা- কুমিল্লা’কে অবৈধ মাদকদ্রব্য ৬০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধারসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …