11 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / না’গঞ্জে প্রিপারেটরী স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে যুবক কারাগারে 

না’গঞ্জে প্রিপারেটরী স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে যুবক কারাগারে 

নিউজ ব্যাংক ২৪. নেট :  নারায়ণগঞ্জ সদর উপজেলায় চাষাঢ়ার বি বি রোড এলাকার ঐতিহাসিক প্রিপারেটরী স্কুলে(বর্তমানে কালেক্টরেট প্রিপারেটরী স্কুল) এক শিক্ষিকার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনার তারিক হাসান (২২) নামের এক যুবককে আটক করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম শারমিন আক্তার (৩৬)। তিনি নগরীর ৮নং আল্লামা ইকবাল রোড, নারায়ণগঞ্জের বাসিন্দা।  তিনি প্রিপারেটরী স্কুলে নিয়মিত সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত আছেন।
মামলার তথ্য বিবরনীতে জানা গেছে ঐ ছাত্র ২০১৭ সালে এ স্কুলেই লেখা পড়া করতো, সে সময় থেকেই ছাত্রের কুনজর পরে ভুক্তভোগী শিক্ষিকার উপর। নানা ভাবে  তাকে উত্যক্ত করতো এ ছাত্র। শিক্ষিকা ব্যপারটিকে ছাত্র-শিক্ষিকার স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিয়েছেন। কিন্তু ঘটনার দিন হঠাৎ করে স্কুলে পরীক্ষা চলাকালীন ক্লাসে ডুকে ৫ মিনিটের মধ্যে বের হতে বললে দায়িত্বরত শিক্ষিকা অশীকৃতি জানালে প্রথমে তাকে পানি ভর্তি বোতল দিয়ে আঘাত করে এক পর্যায়ে পরিহিত পোশাক ধরে টানাহেচরা সহ স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটায় তার আর্তচিৎকারে, পাশের রুমে থাকা শিক্ষকগন এসে তাকে উদ্ধার সহ ওই ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আটকককৃত ছাত্র তারিক (২২) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এ ১০ তৎসহ ৪৪৮/৩২৩/৫০৬ পেনাল কোড ১৮৬০ ধারা মামলা দায়ের করা হয়েছে।
এ দিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মহল নানান অপকৌশলের আশ্রয় নেয়ার চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হল না।
এ ব্যাপারে স্কুলের দায়িত্বরত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক কে মুঠোফোনে ঘটনার সমন্ধে জানতে চাওয়া হলে তিনি ঘটনাটি না জানার কথা বলে এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন।
পরে এ স্কুলের জেলা প্রশাসনের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিক্ষা শাখার সানজিদা আক্তার কে মুঠোফোনে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।
নারায়ণগঞ্জ মডেল থানা পুলিশ অভিযুক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করলে আদালত আসামীর জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ২৩ জুন সকালে ঐ ছাত্রকে আটকের পর সরকারি ছুটি থাকায় পরের দিন তাকে আদালতে পাঠায়।
নারায়ণগঞ্জ সদর থানার থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান সাইদ জানান, বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জের ঐতিহাসিক প্রিপারেটরী স্কুলের ওই শিক্ষিকা প্রতিদিনের ন্যায় স্কুলের ক্লাশে পরিক্ষা নিচ্ছিলেন।এ সময় তারিক হাসান (২২) নামের প্রাক্তন এক ছাত্র স্কুল কক্ষে ডুকে ওই শিক্ষিকার হাত ধরে টানাটানি সহ নানান ভাবে শ্লীলতাহানির চেষ্টা করে।
এ সময় ভুক্তভোগী শিক্ষিকার আত্মচিৎকারে আশেপাশের ছাত্র-ছাত্রী, অন্যান্য শিক্ষকগন ছুটে এসে তারিক নামের যুবককে আটক করে।
সংবাদ পেয়ে পুলিশ এসে তারিক (২২) নামের যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …