বন্দরে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আহত ১ থানায় অভিযোগ দাযের
মার্চ ৩০, ২০২০
সারাদেশ
180 Views
নিউজ ব্যাংক ২৪ ডট নেট : এলাকায় বখাটেদের অযথা আড্ডায় বাঁধা দেওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ রওশন বাগ এলাকায় আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইমন (১৯) নামের এক যুবক গুরুতর আহত হয়।

রবিবার ২
৯ মার্চ দিবাগত রাত ১০টা ৩০ মিনিট সময় বন্দর থানাধীন নবীগঞ্জ রওশনবাগ এলাকায় চিহ্নিত সন্ত্রাসী আক্তার হোসেন ও তার সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলায় ইমন নামের ঐ যুবক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় জনগন রক্তাক্ত এবং গুরুত্বর আহত ইমনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ বিষয়ে আহত ইমনের বাবা মোঃ আকবর আলী বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী আক্তার হোসেন, তার ছেলে সন্ত্রাসী রুবেল, সন্ত্রাসী হৃদয়
, সন্ত্রাসী পান্টু, সন্ত্রাসী পিন্টু সহ অজ্ঞাত ১০/১২ জনকে অভিযুক্ত করা হয়।
বাদী সুত্রে জানাযায়, সন্ত্রাসী আক্তার হোসেন নবীগঞ্জ এলাকার চিহ্নিত ফেন্সিডিল ব্যবসায়ী হেলালের বড় ভাই। তাছাড়া তার সন্ত্রাসী ছেলে রুবেল এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে থাকে। এই কিশোর গ্যাং এলাকার বিভিন্ন প্রকার অপকর্ম করে থাকে।
এই চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংদের অতিদ্রুত আইনের আয়তায় এনে বিচার করার দাবী জানায় নবীগঞ্জ রওশন বাগ এলাকাবাসি।