10 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / সুনামগঞ্জ-সিলেটসহ বানভাসী মানুষের সাহায্যের জন্য বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা অর্থ সংগ্রহ কার্যক্রম

সুনামগঞ্জ-সিলেটসহ বানভাসী মানুষের সাহায্যের জন্য বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা অর্থ সংগ্রহ কার্যক্রম

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গত ২২ জুন ২০২২ ইং তারিখ হতে সুনামগঞ্জ-সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যের জন্যে অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য বন্যাদূর্গত জেলায় অর্থ সহায়তা করা হবে।

শুক্রবার ২৪ জুন সকাল হতে দিনব্যাপী সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রব্রর্তীর নেতৃত্বে জেলা কমিটির একটি টিম অফিস গেইট হতে শুরু করে হোশিয়ার সমিতি, আইন কলেজ, মেট্রোহল সংলগ্ন প্রধান সড়ক, মিশনপাড়া মোড় , নারায়ণগঞ্জ গার্লস স্কূল এন্ড কলেজ, আদর্শ স্কুল, আমলা পাড়া মোড়, ফার্নিচার মার্কেটে অর্থ সংগ্রহ করেন। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
টিমের সদস্যরা হলেন – সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, সদস্য রাশিদা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, শহর সদস্য নীলা আহমেদ, অফিস সহকারী সুমি সরকার, পাড়ার সদস্য সুফিয়া বেগম।
অর্থ সংগ্রহ কার্যক্রম শেষে বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী বলেন, আমাদের কার্যক্রমে বড় পাওয়া- খেটে খাওয়া মানুষের আনন্দ চিত্তে অর্থ প্রদান। রিক্সাচালক, অটো ও সিএনজি চালক, গৃহপরিচারিকা, মুচি, চা বিক্রেতা, চানাচুর বিক্রেতা, শ্রমিক, সবজী ও ফল বিক্রেতা, গৃহিণী, সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রীরাই বেশি সহযোগিতার হাত বাড়ান। ছাত্র-ছাত্রীরা তাদের টিফিনের টাকা দিয়ে দেয়, গৃহপরিচারিকা তার বাজারের টাকা স্বেচ্ছায়  বক্সে ফেলে। এই কার্যক্রম করতে গিয়ে অনেক অভিজ্ঞতা, অনেক অর্জন। নারায়ণগঞ্জসহ দেশের সকল মানুষের প্রতি আহ্বান জানাই- আসুন, সকলে মিলে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করি, বানভাসী মানুষের পাশে দাঁড়াই, মিলেমিশে দেশ গড়ি! মানবতার জয় হোক!

আরও পড়ুন...

মহিলা পরিষদের কেন্দ্র পরিচালিত “জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট (১৪তম) কোর্স”- এর মাঠকর্ম অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে …