7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / নাঃগঞ্জে ৩৫ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১১, সিপিসি-১ কর্তৃক গ্রেফতার

নাঃগঞ্জে ৩৫ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১১, সিপিসি-১ কর্তৃক গ্রেফতার

 

নিউজ ব্যাংক ২৪. নেট :  র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার
উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, রবিবার ৫ জুন ২০২২ তারিখে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল সাকিনস্থ চিটাগাং ঢাকা মহাসড়ক হতে সিদ্ধিরগঞ্জ থানামুখী প্রবেশ পথে পাকা রাস্তার উপর একটি মাইক্রো গাড়ী যোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল সাকিনস্থ চিটাগাং ঢাকা মহাসড়ক হতে সিদ্ধিরগঞ্জ থানামুখী প্রবেশ পথে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ইউসুফ মিয়া (৫০) গাড়ীর চালক, পিতা-মৃত অলী আহম্মেদ, মাতা-মৃত রহিমা বেগম, সাং-সিজিয়ারা, থানা নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, ২। মোঃ ইসমাইল হোসেন (৩২), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-জাহিদা বেগম, সাং-দূর্গাপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ৩। মোঃ শাহীন (২৬), পিতা-মৃত আঃ ওহাব, মাতা-রশিদা বেগম, সাং-দূর্গাপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’দেরকে মাদকদ্রব্য ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৯০০০/- (নয় হাজার) টাকা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মাইক্রো গাড়ী উদ্ধারসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …