11 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / রানাপ্লাজা ধ্বসের ৯ বছর পূর্তিতে নাঃগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

রানাপ্লাজা ধ্বসের ৯ বছর পূর্তিতে নাঃগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

 

নিউজ ব্যাংক ২৪. নেট : রানাপ্লাজা ধ্বসের ৯ বছর পূর্তিতে রানাপ্লাজাসহ কারখানা ভবস ধ্বস ও অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিক এবং সরকারি তদারককারী কর্মকর্তাদের শাস্তি, আইএলও কনভেনশন ১২১ ধারা মোতাবেক আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ আইন করা ও ২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণার দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে রবিবার ২৪ এপ্রিল বেলা ১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, বিসিক শাখার সভাপতি নূর হোসেন সর্দার, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান, গাবতলী পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রাতুল।

নেতৃবৃন্দ বলেন, আজ ২৪ এপ্রিল রানাপ্লাজা ধসের ৯ বছর পূর্ণ হলো। রানাপ্লাজা ধসে ১১৩২ জন শ্রমিক মৃত্যুবরণ করে। মানুষের প্রত্যাশা ছিল এঘটনার পরে আর কোন শ্রমিক মালিকের অতি মুনাফার লোভে নির্মম মৃত্যুর শিকার হবে না। কিন্তু এ মর্মান্তিক ঘটনায় মালিক ও
সরকারের কোন শিক্ষা হয়নি। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এখনও কারখানায় অগ্নিকাণ্ডে বয়লার বিষ্ফোরণে শ্রমিকের মৃত্যু হচ্ছে। মৃত্যু হলে শ্রমিকের ক্ষতিপূরণ মাত্র ২ লাখ এবং মালিক ও সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের শাস্তির কোন যথাযথ আইন নেই। শ্রম আইন
সংশোধন করে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ এবং মালিকসহ সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তির বিধান এবং ২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণা করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ঈদ সামনে। মালিকদের তালবাহানার কারণে ঈদ আসলে বেতন বোনাস
নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি হয়। অধিকাংশ মালিকরা বোনাস না দিয়ে ৫০০/১০০০ টাকা
বকশিশ দেয়। অনেকে তাও দেয় না। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেয়া হয়। অথচ
যাদের উৎপাদনের কারণে দেশের চাকা ঘুরে, বৈদেশিক মূদ্রা আসে তাদের ঠিকমতো বোনাস দেয়া হয় না। শ্রমিকদের সরকারি প্রতিষ্ঠানের মতো পূর্ণ বোনাস দিতে হবে। এপ্রিল শেষ হয়ে মে মাসের শুরুতে ঈদ হবে। ঈদের আগে শ্রমিকের এপ্রিলের বেতন পাওয়া ন্যায্য। কিন্তু শ্রমপ্রতিমন্ত্রী ১৫ দিনের বেতন দেয়ার কথা বলেছেন।প্রতিমন্ত্রী এখানে মালিকদের পক্ষে কথা বলেছেন। শ্রমিকদের বেতন বোনাস ঈদের শেষ মুহুর্তে দিলে শ্রমিক বাড়ি যাওয়ার তাড়ায় ভালো করে কেনাকাটা করতে পারে না। অবিলম্বে শ্রমিকের পূর্ণ বোনাস ও চলতি পূর্ন বেতনপ রিশোধ করতে হবে। বেতন বোনাস নিয়ে মালিকদের গড়িমসির কারণে শিল্প এলাকায় যদি শ্রমিক অসন্তোষ তৈরি হয় তারজন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে।

নেতৃবৃন্দ বলেন, আদমজী ইপিজেডে অবস্থিত বেকা গার্মেন্টসের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন পাবে। মালিক কারখানাটি বন্ধ করে দিয়েছে। শ্রমিকরা মিছিল করায় তাদের পুলিশ মারধর করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং কারখানা খুলে দেয়ার দাবি করেন।

আরও পড়ুন...

মহিলা পরিষদের কেন্দ্র পরিচালিত “জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট (১৪তম) কোর্স”- এর মাঠকর্ম অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে …