7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / নাঃগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনা ৫ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ অনেকে

নাঃগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনা ৫ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ অনেকে

 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহি লঞ্চ ডুবে প্রাণ হারিয়েছে বহু মানুষ। তাৎক্ষনিক ভাবে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানাযায়, এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা ৫ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। হতাহতদের প্রত্যেকের নাম পরিচয় জানাতে পারেনি উদ্ধারকারীরা। তবে, উদ্ধার পাঁচজনের মধ্যে ১ জন যুবতী, ১জন পুরুষ এবং ১ জন বৃদ্ধ রয়েছে বলে জানা গেছে।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন নিউজ ব্যাংক ২৪ কে জানান, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এখনো পর্যন্ত ৫জনের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে একজন বৃদ্ধ এবং একজন যুবতী নারীর মরদেহ রয়েছে। প্রত্যেকের নাম পরিচয় এখনই বলা যাচ্ছে না। উদ্ধার অভিযান চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।’

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ৫ জনের মরদেহ’র মধ্যে একজন ৬০ বছর বয়সি বৃদ্ধ জয়নাল ভূঁইয়া (৬০)। তিনি হার্টের রোগী ছিলেন। লঞ্চ ডুবে যাওয়ার পর তিনি সাঁতরে তীরে উঠলেও কিছুক্ষণ পরই স্ট্রোক করে মারা যান।

এর আগে রবিবার  ২০ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুরের আলামিন নগর এলাকার কাছে নারায়ণগঞ্জ হতে মুন্সীগঞ্জগামী এমভি আশরাফ উদ্দিন নামক যাত্রীবাহি লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় এমভি রূপসী-৯ নামের একটি কার্গো জাহাজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৫০-৬০ জন যাত্রী নিয়ে লঞ্চটি মুহুর্তেই শীতলক্ষ্যা নাদীতে ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা কেউ নিশ্চিত করতে পারেনি। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

 

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …