আরো খবর
নিউজ ব্যাংক ২৪. নেট : ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পারভীন ওসমানের আয়োজনে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৭ মার্চ বিকালে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডস্থ এলাকায় এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেন, এই মার্চ মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাসের ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। আর আজ ১৭ মার্চ আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন। তার জন্ম না হলে আমাদের এই দেশ স্বাধীন হতো না। তাছাড়া বঙ্গবন্ধুর আদর্শ বাঙ্গালী জাতির জন্য অনুপ্ররেণা। আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে তাকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্বরণ করি। মহান আল্লাহ যেন তাকে জানাত দান করেন। এছাড়া আপনারা সকলে প্রয়াত নাসিম ওসমানের মত সাধারণ মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবেন। মানুষের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এই উত্তম শিক্ষা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাবেক সাংসদ নাসিম ওসমান শিখিয়েছেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকলের রূহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।
বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি নেতা মোঃ শরীফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির সভাপতি রিপন ভাওয়াল, জাতীয় পার্টি নেতা শেখ আব্দুল কাদির, মহানগর যুব সংহতি’র সভাপতি হাজী মোঃ রোমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাতীয় পার্টি নেতা মোজাম্মেল হোসেন লিটন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, শ্রমিক পার্টির জেলা সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, বিশিষ্ট সমাজ সেবক আক্তার নূর, মোঃ নাসির, মোঃ সুমন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোঃ মনির হোসেন প্রমুখ।