নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ফ্ল্যাট বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ১লা মার্চ বিকাল পৌনে ৩টায় নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন মাতৃভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। দুইজনের মধ্যে একজনের মরদেহ মেঝেতে ও অপরজনের মরদেহ অর্ধেক খাটের উপর ছিল। নিহতরা হলেন রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে ৭ মাসের অন্তঃস্বত্তা ঋতু চক্রবর্তী (২২)। এদিকে হত্যাকান্ডের সন্দেহে জুবায়ের নামে একজনকে আটক করছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান গণমাধ্যমকে জানায়, ভিকটিম মা ও মেয়েকে দেশীয় অস্ত্র দ্বারা খুন করা হয়েছে। হত্যার সাথে জড়িত সন্দেহে জুবায়ের নামে একজনকে আটক করে পুলিশ । জুবায়ের পাইকপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়। এই হত্যাকান্ডের ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।