8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / প্রজেক্ট এক টাকায় খাবারের মানবসেবা

প্রজেক্ট এক টাকায় খাবারের মানবসেবা

নিউজ ব্যাংক ২৪ ডট নেট: রূপকথায় আমরা অনেক দানবীরের গল্প পড়েছি আর ভেবেছি আহা যদি আমরাও এমন হতাম! কিন্তু তা হয়তো আর হয়ে উঠেনি কিন্তু ছবির হাট সংস্থার প্রজেক্ট এক টাকায় খাবার সব গল্পকে হার মানিয়ে দেশের ১৮ টি জেলায় তাঁদের স্বেচ্ছাসেবা চালিয়ে যাচ্ছে অদম্য গতিতে তারই অংশ হিসাবে নারায়ণগঞ্জে সংগঠনটি রমজান মাসে সারা মাসব্যাপী খাবার বিতরণ করেছে দুঃস্থ-অসহায়, এতিম ও শ্রমজীবী মানুষের মাঝে। যেখানে এক বেলার খাবার জোগাড় করতে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাতে হয় সেখানে এই সংগঠনটি এক (১) টাকায় এক বেলার খাবার বিক্রি করছে এসব মানুষের কাছে , পরিস্থিতি বিবেচনায় অনেক ক্ষেত্রে সেই এক টাকাও নেয়া হয় না। এসময় নারায়ণগঞ্জ এর সেচ্ছাসেবক প্রধান মোঃ শাখাওয়াত হোসেন এর সাথে আলাপকালে জানা যায় প্রজেক্ট-টি ২০১২ সালে থেকে তাদের কার্যক্রম শুরু করলেও নারায়ণগঞ্জে এর কাজ শুরু হয় ২০১৭ সালে, বর্তমানে এই প্রজেক্টটি নারায়ণগঞ্জ সহ দেশের মোট ১৮ টি জেলায় তাদের কার্যক্রম দূর্বার গতিতে অব্যাহত রেখেছে, পাশাপাশি ভারত, নেপাল, পুর্ব আফ্রিকা, সিরিয়া সহ বিভিন্ন দেশে দুঃস্থ-অসহায়-দরিদ্র মানুষদের জন্য ছোট আকারে এই খাবারের দোকান চালু হয়েছে। আরও আলাপকালে নারায়ণগঞ্জ টিম এর পরামর্শক ও উপদেষ্টা ফাতেমাতুজ জোহরা বলেন এই রমজানে দেশের পরিস্থিতি বিবেচনা করে ও এসব মানুষের কথা মাথায় রেখে পুরো রমজান মাস জুড়েই নারায়ণগঞ্জের ১৯ টি লোকেশনে তারা প্রতিদিন ১০০-১৫০ জন দুঃস্থ-অসহায়-দরিদ্র মানুষকে ইফতার করাচ্ছে যার জন্য ৭ টি রান্নাঘরে চলছে তাদের এই কার্যক্রম, যা এক কথায় প্রশংসার দাবিদার।

আরও পড়ুন...

মহিলা পরিষদের কেন্দ্র পরিচালিত “জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট (১৪তম) কোর্স”- এর মাঠকর্ম অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে …