7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / করোনা নিঃশব্দ ও অদৃশ্য ঘাতক, সতর্কতাই এ থেকে মুক্তির একমাত্র পথ- ওসি দীপক চন্দ্র সাহা

করোনা নিঃশব্দ ও অদৃশ্য ঘাতক, সতর্কতাই এ থেকে মুক্তির একমাত্র পথ- ওসি দীপক চন্দ্র সাহা

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেছেন,করোনার ভয়াল ছোবল খুবই ভয়ংকর যা থেকে রক্ষা পওয়া দুস্কর। সুতরাং সচেতনতার মধ্য দিয়ে এর মোকাবেলা করতে হবে। ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের যে সরকারি নির্দেশনা রয়েছে তা সবাইকে মেনে চলতে হবে । এক কথায় বাঁচতে হলে মানতে হবে । মহামারী করোনা প্রতিরোধের লক্ষ্যে গত ১৩এপ্রিল মঙ্গলবার বিকেল ৫টায় বন্দর থানা প্রেসক্লাবের উদ্যোগে পথচারী ও জন সাধারণের মাঝে মাস্ক বিতরণকালে তিনি এসব কথা বলেন ।

ওসি দীপক আরো বলেন,আমাদেরকে সম্মিলিতভাবেই করোনার মোকাবেলা করতে হবে। করোনা নিঃশব্দ ও অদৃশ্য ঘাতক,শুধুমাত্র সতর্কতাই এ থেকে মুক্তির একমাত্র পথ। বন্দর থানা প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি অনুরোধ থাকবে ১৪এপ্রিল হতে সরকারের যে নির্দেশনা রয়েছে সেগুলো পালণে যেনো আমাদেরকে সর্বাত্বক সহায়তা করা হয় । মনে রাখতে হবে মাস্ক পরার
অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ ।

বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু’র নেতৃত্বে মাস্ক বিতরণ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে অংশনেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ,বৃহত্তর দড়ি সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হোসেন,দড়ি সোনাকান্দা বাইতুল সালাত জামে মসজিদ কমিটির সভাপতি ডাঃ মোঃ শফিউল্লাহ,২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সাব্বির আহমেদ মাসুদ ও আসাদুজ্জামান খোকন। মঞ্জুর আহমেদ মুন্নার তত্ত্বাবধানে এ সময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক,বন্দর থানা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাকির আহমেদ বাপ্পী,চ্যানেল জিরো’র ক্যামেরা পার্সন আকরাম হোসেন,দৈনিক বিজয় পত্রিকার বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া,সমাজ সেবক তাজুল ইসলাম,আবদুল খালেক,মোঃ মাসুদ প্রমুখ । এতে প্রায়
১হাজার পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …