নিউজ ব্যাংক ২৪ ডট নেট : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. নুর হোসাইন ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে বলেন, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জগামী লঞ্চ দুর্ঘটনায় নিহতদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি লঞ্চ দুর্ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর দাবি জানান।
গত ৬ এপ্রিল ২০২১ বিকাল ৩টায় মহানগর কার্যালয়ে মাসিক সভায় নেতৃদ্বয় উপর্যুক্ত কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি শাহাদাত হোসাইন খান, গিয়াসুদ্দিন মুহাম্মদ খালিদ, সাংগঠনিক সম্পাদক, মাও. শামসুল আলম, সহ-সাংগঠনিক ওমর ফারুক, অর্থ সম্পাদক আমির হোসাইন, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, সহ প্রচার ফারুক হাওলাদারসহ নগর নেতৃবৃন্দ।
নেতৃদ্বয় আরও বলেন, বর্তমানে করোনার কারণে দেশে যে লকডাউন দেয়া হয়েছে তা দেশবাসী মেনে নিতে পারছে না। বিভিন্ন জায়গায় ব্যবসায়ীগণ বিক্ষোভ সহ মানববন্ধন করছে। আমরা সরকারের কাছে দাবি জানাই যে, আপনি জনগণের মৌলিক চাহিদা পূরণ করুন। মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার ব্যবস্থা করুন। সভা শেষে দ্বীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ লঞ্চ দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা ও করোনা মহামারীর থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।