9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / নাঃগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাঃগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট বন্ধের বিকেএমইএ ও বিজেএমইএ-র চক্রান্তের প্রতিবাদে এবং বাজারদরের সাথে সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ, করোনাকালে শ্রমিকদের সুরক্ষার জন্য মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় ২ নং রেলগেইটে শ্রমিক সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, অর্থ সম্পাদক খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোফাজ্জল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মহসিন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বিকেএমইএ এবং বিজিএমইএ আগামী দুই বছর শ্রমিকদের ৫% ইনক্রিমেন্ট দিতে পারবে না বলে সরকারকে জানিয়েছে। মালিকরা করোনাকালে ৯ হাজার কোটি টাকার অধিক প্রণোদনা নিয়েছে শ্রমিকের মজুরি পরিশোধ করার জন্য। প্রণোদনা নিয়েও মালিকরা গার্মেন্টসে হাজার শ্রমিক ছাঁটাই করেছে। শ্রমিকের মজুরি ৪০% কেটে নেয়া হয়েছে। কর্মরত অনেক শ্রমিকের মজুরি কমিয়ে দেয়া হয়েছে। করোনা দুর্যোগেও মালিকরা অতিরিক্ত মুনাফার লোভে শ্রমিকদের এভাবে বঞ্চিত করার পাঁয়তারা করছে।

নেতৃবৃন্দ বলেন, করোনাকালে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারদর অনেক বেড়েছে। এখন বাজারদরের বিবেচনায় শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণের প্রয়োজন। কিন্তু আমরা দেখছি বরং আইনে থাকলেও মালিকেরা শ্রমিকের সামান্য ইনক্রিমেন্টও বন্ধ করে দেয়ার চক্রান্ত করছে।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে শ্রমিকের ইনক্রিমেন্ট না দেয়ার চক্রান্ত বন্ধ করতে হবে। বাজারমূল্য বৃদ্ধির সাতে সঙ্গতিপূর্ণভাবে নতুন করে মজুরি নির্ধারণ করার পূর্ব পর্যন্ত মহার্ঘ ভাতা দেয়ার ব্যবস্থা করতে হবে। কোন অজুহাতেই শ্রমিক ছাঁটাই, মজুরি কর্তন, মজুরি কমানো চলবে না।

আরও পড়ুন...

মহিলা পরিষদের কেন্দ্র পরিচালিত “জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট (১৪তম) কোর্স”- এর মাঠকর্ম অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে …