9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও মিছিল হামলা ও গ্রেফতার করে পাটকল রক্ষার আন্দোলনকে দমানো যাবে না

নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও মিছিল হামলা ও গ্রেফতার করে পাটকল রক্ষার আন্দোলনকে দমানো যাবে না

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : বন্ধকৃত রাষ্ট্রীয় পাটকল চালুর দাবিতে আন্দোলনে খুলনায় পুলিশের বর্বরোচিত হামলা ও সিপিবি’র নেতা এস. এ. রশিদ, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলনের নেতা ওলিয়ার রহমানসহ ১৪জন নেতাকর্মীর গ্রেফতারের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মঙ্গলবার ২০শে অক্টোবর চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সমন্বয়ক নিখিল দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বিমল কান্তি দাস ।

নেতৃবৃন্দ বলেন, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল চালুর দাবিতে রাজপথ অবরোধ কর্মসূচী পালনকালে খুলনায় পুলিশ বেপরোয়া আক্রমন চালায়। পুলিশ শুধু রাজপথে আন্দোলনকারীদের উপর হামলা চালায়নি ইস্টার্ন মিলের শ্রমিক কলোনিতে প্রবেশ করে নারী ও শিশুর উপরও আক্রমন চালায়। এতে শতাধিক শ্রমিক আহত হয়। পুলিশ সিপিবির নেতা এস. এ. রশিদ, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলনের নেতা ওলিয়ার রহমানসহ ১৪জন নেতাকর্মীকে আটক করে।

নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা, নির্যাতন, গ্রেফতার করে পাটকল রক্ষার আন্দোলন দমানো যাবে না। যেখানে বিশ^ব্যাপী পাটের চাহিদা বাড়ছে। সেখানে সরকারের এ ধরণের সিদ্ধান্ত আত্মঘাতি। ২৫টি পাটকলের যন্ত্রপাতি ও জমির প্রায় ২৫ হাজার কোটি টাকা লুটপাটকারীদের হাতে তুলে দেয়ার জন্য সরকার এ আয়োজন করেছে। সরকার ১০ হাজার কোটি টাকার যে লোকসানের অযুহাত দেখিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলি বন্ধ করে দিয়েছে তার দায় শ্রমিকের নয়, এর দায় বিজেএমসি ও পাট মন্ত্রনালয়ের । যেখানে মাত্র ১২শ কোটি টাকা বরাদ্দ করলে পাটকলগুলো আধুনিকায়ন করে লাভজনক করা যায়, সরকার সে দিকে না গিয়ে বন্ধ করার জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করে। নেতৃবৃন্দ অবিলম্বে বন্ধকৃত পাটকল চালু ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।

আরও পড়ুন...

বৈষম্যমূলক শ্রম নীতি’র কারনে শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না- মুফতী মাসুম বিল্লাহ 

নিউজ ব্যাংক ২৪. নেট :  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি জননেতা মুফতী মুহাম্মদ মাসুম …