7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / ব্যানার-পোষ্টারের বড় বড় মাথাগুলোর দিকে নজর রাখতে হবে-এসপি জায়েদুল আলম

ব্যানার-পোষ্টারের বড় বড় মাথাগুলোর দিকে নজর রাখতে হবে-এসপি জায়েদুল আলম

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : ব্যানার-পোষ্টারে ছাপানো বড় বড় মাথাগুলোর প্রতি নজর রাখার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম। অধিকাংশই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি উপরে দিয়ে নিচে নিজেদের ছবি ছাপিয়ে রাস্তার মোড়ে, এলাকার অলিতে-গলিতে ঝুলিয়ে দিচ্ছে। আর বিভিন্নভাবে রাজনৈতিক নাম ভাঙিয়ে চাঁদাবাজী, তেলবাজী, সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সমাজের শান্তি নষ্ট করছে। এরা তেল সন্ত্রাসী, বালু সন্ত্রাসী, গ্যাস সন্ত্রাসী, বিদ্যুৎ সন্ত্রাসী। এদের ধরতে হবে। এদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে পারলেই ধর্ষণ, মাদক ব্যবসা’সহ সব ধরণের অপকর্ম কমে যাবে। তাই এদের প্রতি বিশেষ নজর রাখার কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের আদমজী নগর এলাকায় মুক্তিযোদ্বাদের আয়োজনে আদমজী এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ইমামদের বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি আরো বলেন, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ প্রতিরোধে সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন। পুলিশ ভুল করলে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেবো। তিনি বলেন, কিশোর গ্যাং, সন্ত্রাসী, মাস্তানীর ক্ষেত্রে দলের নাম ভাঙায়ি প্রভাব খাটানো কাউকেই ছাড় দেওয়া হবেনা। এক্ষেত্রে তিনি উপস্থিত জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, অভিভাবক ও ইমাম সমাজের কাছে সহযোগীতা কামনা করেন।

মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূঁইয়া জুলহাসের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক, প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, মুক্তিযোদ্ধা মীর মোঃ শহীদুল ইসলাম, হাসমত আলী প্রধান, মোঃ মজিবুর রহমান সাউদ, স্কুলের প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদা, দাতা সদস্য মোঃ সাব্বীর আহমেদ প্রধান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম মোস্তফা।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …