23 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / বাহাউদ্দিন নাছিমের সুস্থ্যতা কামনায় নাঃগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাহাউদ্দিন নাছিমের সুস্থ্যতা কামনায় নাঃগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর বাদ আছর নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ২নং রেলগেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ নিজাম উদ্দিন। জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া খোকন এর সঞ্চালনায় মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক শফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য- ভিপি জমির হোসেন রনি, কায়কোবাদ রুবেল, মোঃ আল আমিন, শামসুজ্জামান শামসু, কৌশিক আহাম্মেদ, মাহমুদুল হাসান দুলাল, মোঃ দেলোয়ার হোসেন।

তাছাড়া আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ সোনারগাঁ থানার সভাপতি মাসুদ রানা মানিক, রূপগঞ্জ থানার সভাপতি মেহের ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, সদর থানার সভাপতি মোঃ সৈকত মেম্বার, বন্দর থানার সভাপতি মোঃ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলী, সিঃ সহ-সভাপতি মোঃ হান্নানুজ্জামান, প্রচার সম্পাদক আবু ইউসুফ, সদস্য আমীর হোসেন প্রমুখ।

মিলাদ ও দোয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …