11 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / বন্দরে বিচ্ছিন্নের মাস না পেরুতেই কলাগাছিয়ায় গ্যাস চোর সিন্ডিকেট ফের সক্রিয়

বন্দরে বিচ্ছিন্নের মাস না পেরুতেই কলাগাছিয়ায় গ্যাস চোর সিন্ডিকেট ফের সক্রিয়

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী, নয়ানগর, আদমপুর, রুস্তমপুর ও সেলসারদী এলাকায় সংযোগ বানিজ্যে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় গ্যাস চোর মাসুদ, মুসা, তুষার ও হযরত গং।

কিছু দিন পূর্বে ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে ওই সকল এলাকার শত শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস কর্তৃপক্ষ। কিন্তু তিতাসের বিচ্ছিন্ন অভিযানের ১মাস পার না হতেই উল্লেখিত গ্যাস চোরের দল সিন্ডিকেট তৈরি করে সংযোগ প্রতি ৭০ হাজার করে টাকা হাতিয়ে নিচ্ছে।

বিষয়টি প্রশাসনের স্থানীয় পর্যায়ের কর্তা ব্যাক্তিদের জানা থাকার পরও রহস্য জনক কারণে তাদের ভূমিকা অনেকটা কর্তব্যবিমূঢ়। এদিকে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ির কারণে পরিমিত গ্যাস ব্যবহারেও দারুনভাবে বাধাগ্রস্থ হচ্ছে বৈধ গ্রাহকরা।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে আদমপুর গ্রামের জনৈক গৃহিণী জানান,গ্যাস চোরদের অবৈধ সংযোগ বানিজ্যের কারণে প্রকৃত গ্রাহকরা গ্যাস পাচ্ছেনা। দুপুর বেলার রান্নার গ্যাসটাও ঠিক মতো পাচ্ছিনা। এতো টাকা খরচ করে গ্যাস নিয়েও যদি তা ব্যবহার করতে না পারি তাহলে বৈধভাবে সংযোগ নিয়ে লাভ কি হলো? অবৈধ ওয়ালারাইতো ভালো। চোরাই গ্যাস নিয়েও তারা দিব্যি গ্যাস ব্যবহার করতে পারছে। আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষসহ স্থানীয় সাংসদ ও প্রশাসনের উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন...

প্রয়াত সাংবাদিক সুলতানের রুহের মাগফেরাত কামনায় যুগের চিন্তার উদ্যোগে মিলাদ ও দোয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স …