নিউজ ব্যাংক ২৪ ডট নেট : ইসলামী আন্দোন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন, তল্লা মসজিদের ঘটে যাওয়া ট্যাজেডি নারায়ণগঞ্জবাসী তথা সারা দেশের মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। জীবন্ত মানুষগুলো নামাজরত অবস্থায় এভাবে দগ্ধ হয়ে শাহাদাতবরণ করবে তা ভাবতেই অবাক লাগে। আমরা সরকারের মাধ্যমে তিতাস কর্তৃপক্ষকে আহত-নিহতদের ক্ষতিপূরণ বুঝিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সাধারণ মুসল্লিরা তাদের দাবি আদায় করতে যেকোন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
ইসলামী আন্দোন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. নুর হোসেন ও সেক্রেটারি সুলতান মাহমুদ এর সঞ্চালনায় শনিবার ১২ই সেপ্টেম্বর বিকাল ৫টায় যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, তিতাসের অব্যবস্থাপনা শুধু তল্লা এলাকায় নয়; সারা দেশেই বিদ্যমান। তাছাড়াও ২০ লাখের বেশি অবৈধ লাইন শুধু নারায়ণগঞ্জে। তাহলে সারা দেশে কী অবস্থা, ভাববার বিষয়। সুতরাং তিতাসের এই দুর্নীতি বন্ধ করতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং সকল অসাধু কর্মকর্তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ চাকরিচূত করতে হবে।
যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা. বিল্লাল হোসেন, শহর শাখার সহ-সভাপতি আলহাজ¦ আ. সোবহান সহ নগর দায়িত্বশীলবৃন্দ।