21 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / নাঃগঞ্জে স্বাস্থ্যখাত আজ দূর্নীতির আখড়া- আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ

নাঃগঞ্জে স্বাস্থ্যখাত আজ দূর্নীতির আখড়া- আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জের তল্লা মসজিদে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় জেলার অন্যতম চিকিৎসাকেন্দ্র জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে অগ্নিদগ্ধ কোন রোগীই আশানুরূপ চিকিৎসা পায়নি বলে অভিযোগ রয়েছে। অগ্নিদগ্ধ চিকিৎসার জন্য রোগীদের যেতে হলো ঢাকায়। এই হলো আমাদের নারায়ণগঞ্জ জেলার অবস্থা। আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে ধিক্কার জানাই। আমাদের নারায়ণগঞ্জের চিকিৎসা ব্যবস্থায় এখন হরিলুট চলছে। তাছাড়া নারায়ণগঞ্জের স্বাস্থ্যখাত আজ দূর্নীতির আখড়া হয়েগেছে বলে মন্তব্য করেন আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ।

বুধবার ৯ই সেপ্টেম্বর বাদ আছর চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লায় বাইতুস সালাহ্ জামে মসজিদে মর্মান্তিক গ্যাস দুর্ঘটনায় আহতদের সুস্থতা ও নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি আরো বলেন, মসজিদে উপরের একটি অংশে গ্যাসের একটি স্তর জমাট বেধে ছিলো। যখন মোয়াজ্জেন চেঞ্জওভার লাইনটি পরিবর্তন করেন ঠিক তখনি বৈদ্যুতিক স্পার্ক হয়ে বিস্ফোরণ ঘটে। আর তিতাস কর্মকর্তারা বলেন আমরা কোন অভিযোগ পাইনি। আমাদের নারায়ণগঞ্জ বন্দরে কয়েক মাস আগে হাজার হাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করলেন। তখন আপনাদের এসবের খোঁজ ছিল কোথায়? তিতাসের কিছু কর্মকর্তারা ঘুষ খেয়ে গ্যাস লাইন দিয়ে থাকেন। এতো মর্মান্তিকভাবে তিতাসের অবহেলায় এতোগুলো প্রাণ হারাতে হলো। এর খেসারত তিতাস কর্মকর্তাদেরই দিতে হবে।

এর আগে মসজিদের বিস্ফোরণের ঘটনায় হতাহতদেরও স্মরণে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আমরা নারায়ণগঞ্জবাসী’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রমজানুল রশিদ, সভাপতির মন্ডলির সদস্য অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, লোকমান হাসান, বদরুল হক, সম্পাদক মন্ডলির সদস্য জাহাঙ্গির হোসেন পোকন, মাহমুদ হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু প্রমূখ।

আরও পড়ুন...

নতুন করে আরও ৮ হাজার রোহিঙ্গা দেশে ঢুকেছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ব্যাংক ২৪. নেট : নতুন করে মিয়ানমার থেকে প্রায় ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ …