নিউজ ব্যাংক ২৪ ডট নেট : মাদক ব্যবসায়ে বাঁধা প্রদান করার জেরে শীর্ষ সন্ত্রাসী ক্রসফায়ারে নিহত হাসান ও তুহিন বাহিনীর কিশোরগং কর্তৃক ৫জন গুরুত্বর আহত হয়েছে।
সোমবার ৭ই সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ হাশেমবাগ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতক্যদর্শী এবং আহতদের স্বজনরা জানায়, ক্রসফায়ারে নিহত পশ্চিম দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হাসান ও তুহিন বাহিনীর বর্তমান প্রধান দুই সহদোর আব্দুল্লাহ ও ডেবিড পিতা- দেলোয়ার হোসেন দেলু, বাবুল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মাইকেল, মাদক ব্যবসায়ী ফেরদৌস, মাদক ব্যবসায়ী জাহিদ, মাদক ব্যবসায়ী ওমর, মাদক ব্যবসায়ী সাদ্দাম, মাদক ব্যবসায়ী শরীফ পাগলা, ইয়াবা হৃদয়, পুলিশ সোর্স মাহাবুল, , মাদক ব্যবসায়ী সজিব ওরফে চিকা সজিবসহ অজ্ঞাত ২০-৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিত ভাবে ঐ এলাকার নিরহ রুবেল নামের এক যুবকের উপর হামলা করে। এই হামলার ঘটনায় রুবেলকে বাঁচাতে এবং তাকে উদ্ধার করতে গিয়ে একই এলাকার আঃ খালেক মিয়ার ছেলে অটোরিক্সা চালক মোঃ শাহীন, আবুল কালাম মিয়ার ছেলে সাগর, শাহ জাহান মিয়ার ছেলে আবির, নূর হোসেন মিয়ার ছেলে শাওনসহ মোট ৫জন গুরুত্বর আহত হয়।
এছাড়া হামলাকারীরা এই ঘটনায মোঃ সবুজ মিয়ার হোসিয়ারী কারখানায় হামলা করে ভাংচুর ও নগদ অর্থ ছিনতাই করে। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তাছাড়া হামলাকারী মাদক ব্যবসায়ী কিশোরগং সদস্য আব্দুল্লাহ, ডেবিড, মাইকেল, ফেরদৌস, জাহিদ, ওমর, সাদ্দাম, পাগলা শরীফ, ইয়াবা হৃদয়, সোর্স মাহাবুল ও চিকা সজিব গংদের বিরোদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় মাদক ও হত্যা মামলা রয়েছে। তাছাড়া এই কিশোরগং সদস্যরা ইতিপূর্বে ঐ এলাকার শাকিল, আলমগীর ও বাবুকে কুপিয়ে হত্যা করেছে বলেও জানায় এলাকাবাসি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় আহতদের স্বজনরা।