9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ বঙ্গবন্ধু হত্যার বিচারের অনুরূপ আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যার বিচার করুন- তামিম বিল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ বঙ্গবন্ধু হত্যার বিচারের অনুরূপ আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যার বিচার করুন- তামিম বিল্লাহ

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : আল্লামা নূরুল ইসলাম ফারুকী ছিলেন একজন দেশের সম্পদ। তাকে কতিপয় সন্ত্রাসীরা জবাই করে গত ৬ বছর পূর্বে নির্মম ভাবে হত্যা করে। কিন্তু এই হত্যা কান্ডের কোন বিচার আমরা সুন্নী জনতা পায়নি। বঙ্গবন্ধু হত্যার ৪৫ বছর পরেও যদি তার খুঁনিদের বিচার এদেশের মাটিতে হয় তাহলে কেন একজন সুন্নী আলেমের নির্মম হত্যার বিচার এদেশে হবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি আপনি বঙ্গবন্ধু হত্যার বিচারের মত সারা বিশ্বে রাসূলের সুন্নাত প্রচারকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যার সুষ্ঠ তদন্ত’র মাধ্যমে ন্যায় বিচার করুন বলে মন্তব্য করেছেন সুন্নী সংগ্রাম ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক আলহাজ্ব মাওলানা গাজী তামিম বিল্লাহ আল ক্বাদরী।

বৃহস্পতিবার ২৭শে আগষ্ট সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাত নারায়ণগঞ্জ জেলার সকল তরিকতপন্থি আলেম সমাজের উদ্যোগে সুন্নী সংগ্রাম ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ এর ব্যানারে অনুষ্ঠিত মানব বন্ধনের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা তামিম বিল্লাহ আরো বলেন, বাংলাদেশ নিয়ে অভ্যন্তরিণ ও বাহ্যিকভাবে যে ষড়যন্ত্র হচ্ছে তা বাংলার সুন্নী সমাজ কখনোই মেনে নিবে না। দেশদ্রৌহী রাজাকার স্বাধীনতা বিরোধীরা কোনদিই চায় না এদেশে আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যার বিচার হোক। তাদের সকল ষড়যন্ত্রকে ভুল প্রমাণিত করে আমরা আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখহাসিনা এ বিষয়ে রাষ্ট্রের সর্বউচ্চ গোয়েন্দা সংস্থা দিয়ে সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইন কাছে আত্মসর্মপন করতে বাধ্য করবেন এবং ন্যায় বিচার করবেন। তা না হলে অচিরেই সারা বাংলার সুন্নী জনতা ঐক্যবদ্ধ হয়ে আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যার বিচার দাবীতে বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবে।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ মেহেদী হাসান কেন্দ্রীয় কমিটির সদস্য আহলা দরবার শরীফ চট্টগ্রাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক এইচ.এম রাসেল, মহানগরের আহবায়ক হামদানুর রহমান শান্ত, জালকুড়ি বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ, ইসলামি ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাহাত হাসান রাব্বি, মুফতি মাওলানা জাকারিয়া আল হোসাইনি, হাফেজ মুফতি সোলাইমান মজুমদার, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম মুন্না, শিহাব বিন আজহারসহ নারায়ণগঞ্জের সুন্নী আলেম ওলামাগন।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …