7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ৭টি মামলার হাজিরায় নারায়ণগঞ্জ আদালতে

আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ৭টি মামলার হাজিরায় নারায়ণগঞ্জ আদালতে

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : আলোচিত নারায়ণগঞ্জের সাতখুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত অন্যতম প্রধান আসামী  সাবেক নাসিক কাউন্সিলর নুর হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানার ৭টি চাঁদাবাজি মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়।

বুধবার ১৯শে আগষ্ট  অতিরিক্ত জেলা ও দায়রা জজ  নারায়ণগঞ্জ সাবিনা ইয়াসমিনের আদালতে অভিযুক্ত নুর হোসেনকে হাজির করা হয় ।

আদালত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মডেল থানার অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ সাতটি মামলায় সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে সাক্ষ্য গ্রহনের জন্য আদালতে হাজির করা হয়।

স্বাক্ষী অনুপস্থিত থাকায় আগামী অক্টোবর ১৪ তারিখ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। এর আগে সকালে করা নিরাপত্তার মাধ্যমে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় চাঞ্চল্যকর সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ।

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …