15 Magh 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / সাংবা‌দিক জাহাঙ্গীরের স্ত্রীর দ্বিতীয় মৃত্যুবা‌র্ষিকী পা‌লিত

সাংবা‌দিক জাহাঙ্গীরের স্ত্রীর দ্বিতীয় মৃত্যুবা‌র্ষিকী পা‌লিত

নিউজ ব্যাংক ২৪. নেট : টাইমস নারায়ণগঞ্জ এর নির্বাহী সম্পাদক ও সি‌নিয়র সাংবা‌দিক জাহাঙ্গীর আলম জ‌নির স্ত্রী শিলা আক্তারের দ্বিতীয় মৃত্যুবা‌র্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও গনভো‌জ অনু‌ষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) বাদ যোহর আল-আ‌মিন নগর জামে মস‌জিদে কোরআন খতম ও মিলাদ মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। কবর বাসীদের উদ্দেশ্য করে বিশেষ মোনাজাত করেন আল আ‌মিন নগর জামে মস‌জিদের ইমাম ও খ‌তিব মাওলানা: মো: সাইদুর রহমান হাতেমী আল কাদেরী। এর পর সকলের জন গনভোজের আয়োজন করা হয়।

এ সময় মিলাদ ও দোয়া মাহ‌ফিলে অংশগ্রহন করেন, আল-আমিন নগর জামে মসজিদের উপদেষ্টা আলী হোসেন হাওলাদার, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতার হোসেন, খবর নারায়ণগঞ্জ ডটকমের প্রকাশক জাহিদ হাসান, নির্বাহী সম্পাদক মশিউর রহমান, দৈনিক প্রতিদিনের নারায়ণগঞ্জের সাংবাদিক কাইয়ুম খান, নারায়ণগঞ্জের খবরের ফটো সাংবাদিক হাসান-উল রাজিব, দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি ও রিপোর্ট নারায়ণগঞ্জের প্রকাশক ও সম্পাদক শরিফুল ইসলাম সুমন, টাইমস নারায়ণগঞ্জ এর প্রকাশক আশিকুর রহমান সাজু, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার ফটো সাংবাদিক আলী হোসেন টিটু, দৈনিক অগ্রবাণী প্রতিদিনের ফটো সাংবাদিক রিপন মাহমুদ, প্রেস বাংলার স্টাফ রিপোর্টার রায়হান কবির নিলয় সহ নারায়ণগঞ্জ টাইমসের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী ও এলাকার গন্যমান্য ব্য‌ক্তিবর্গ সহ সর্বস্থরের জনগন।

আরও পড়ুন...

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিউজ ব্যাংক ২৪. নেট : রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।  আজ (শুক্রবার) …