22 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / বঙ্গবন্ধু বাঙালী জাতির স্বপ্নভ্রষ্টা- জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন

বঙ্গবন্ধু বাঙালী জাতির স্বপ্নভ্রষ্টা- জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন বলেছেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ। বঙ্গবন্ধু বাঙালী জাতির স্বপ্নভ্রষ্টা। তাঁর বদৌলতেই আমরা স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্র পেয়েছি। এক কথায় বলবো বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির এক অমর ইতিহাস।

শনিবার ১৫ই আগষ্ট বিকেল ৪টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যুব ঋৃণের চেক বিতরণ ও ভিক্ষুক পূর্ণবাসন অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন,একাত্তুরে বঙ্গবন্ধু না থাকলে এদেশ যেমন স্বাধীন হতো না তেমনি বর্তমানে শেখ হাসিনা প্রধাণমন্ত্রী না হলে এতো উন্নয়ন হতো না। মুজিব পরিবারের কাছে আমরা বাঙালীরা চিরঋৃণী হয়ে আছি।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর জিপু।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুদ্দিন ভূইয়া, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক আহম্মেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …